পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেয়রের 'চোর-অপদার্থ' মন্তব্যের প্রতিবাদ ইঞ্জিনিয়ারদের - Engineers Protest at KMC - ENGINEERS PROTEST AT KMC

KMC Engineers Protest: গার্ডেনরিচের ঘটনার শুরু থেকেই ইঞ্জিনিয়ারদের দায়ী করে গিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ এমনকি তাদের চোর/অপদার্থ অপবাদও দিয়েছেন ৷ সেই ঘটনাতেই এবার তাঁর বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন কলকাতা পৌরনিগমের বাম ইঞ্জিনিয়ার সংগঠন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 5:21 PM IST

কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়ারদের প্রতিবাদ

কলকাতা, 22 মার্চ: গার্ডেনরিচ বহুতল বিপর্যয়কাণ্ডে শুরু থেকেই ইঞ্জিনিয়ারদের ঘাড়েই দায় চাপিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । সংশ্লিষ্ট বরোর তিন ইঞ্জিনিয়ারকে সতর্ক করেছেন ৷ এমনকি তাঁদের বদলিও করেছে পুর কর্তৃপক্ষ। পাশাপাশি রুদ্ধদ্বার বৈঠকে গার্ডেনরিচের 34 নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে উদ্দেশ্য করে চোর ও অপদার্থ পর্যন্ত বলার অভিযোগ উঠেছে মেয়রের বিরুদ্ধে । শুক্রবার মহানাগরিকের বিরুদ্ধে কলকাতা কর্পোরেশনের ভিতর-বাইরে প্রতিবাদে সোচ্চার হলেন পৌর ইঞ্জিনিয়াররা। এদিন কলকাতা কর্পোরেশনের বিভিন্ন জায়গায় প্রতিবাদের ছাপ দেখা যায় ৷

এদিনের স্লোগান ছিল কর্তৃপক্ষের অন্যায় আচরণের বিরুদ্ধে ইঞ্জিনিয়ারদের গর্জে ওঠার জন্য। এই মিছিলের ডাক দিয়েছিল কেএমসি ইঞ্জিনিয়ারস অ্যান্ড অ্যালাউড সার্ভিসেস অ্যাসোসিয়েশন । এই সংগঠনের সম্পাদক মানস সিনহা বলেন, "আমরা প্রশাসনের বাইরে নয়। তবে মেয়রের যে কাজের ধারা সেটার পক্ষে নয়। এমন চলতে পরে না । প্রত্যেকের সামাজিক সম্মান আছে । সেই সামাজিক সম্মানহানি করে আপনি কর্তৃত্ব ফলাতে পারবেন না । এটা কোনও ম্যানেজমেন্টের কাজ নয় যে বিমুখ করে কাজ করানো । কাঠামো নেই ৷ তাই কাজ চাই বললে হবে না । নবনিযুক্ত 30 জন এসএইকে বিল্ডিং বিভাগে দিতে হল । প্রত্যেক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে একটি করে ওয়ার্ডের বেশি দায়িত্ব দেওয়া যাবে না।"

তাঁর কথায়, যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ করেছে তাকে 9টা ওয়ার্ড দেখতে হয় । কিছুদিন আগে পর্যন্তও একজন ইঞ্জিনিয়ারকে 21টি ওয়ার্ড দেখতে হত । ইঞ্জিনিয়ারদের এখন অধিকাংশ সময় কাটে কোর্টের মামলায় । ফিতে কেটে উদ্বোধনে হাততালি কুড়ালে ব্যর্থতার দায়ও নিতে হবে । লোক নিয়োগ না-করলে এবার একাধিক পরিষেবা বিপর্যস্ত হবে।"

আরও পড়ুন :

  1. 'হয় আপনি অপদার্থ, না-হয় চোর', গার্ডেনরিচের ইঞ্জিনিয়ারদের ভর্ৎসনা ববির
  2. দায় এড়ালেও ফিরহাদ-ইকবালদের দাবির সঙ্গে মিলছে না পৌরনিগমের তথ্য
  3. বেআইনি নির্মাণ বন্ধের দায়িত্ব থাকা আধিকারিকরাই কি গার্ডেনরিচের ঘটনার তদন্তে রয়েছে, প্রশ্ন প্রধান বিচারপতির - Garden Reach Building Collapse

ABOUT THE AUTHOR

...view details