হাতির তাণ্ডবে ভাঙল স্কুলের একাংশ, আতঙ্কে পড়ুয়ারা দার্জিলিং, 31 জানুয়ারি: প্রতিরাতে স্কুলে হানা দিচ্ছে হাতির দল । সেই আতঙ্কে লাটে উঠেছে পঠনপাঠন । ক্ষোভের মধ্যেই মাঠে চলল ক্লাস । ঘটনায় একদিকে যেমন আতঙ্ক ছড়িয়েছে, অন্যদিকে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে অভিভাবকদের মধ্যে । জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 1 গ্রাম পঞ্চায়েতের ছোট ফাপড়ি নেপালি প্রাইমারি স্কুল । রবিবার রাত থেকে টানা চলছে ওই স্কুলে হাতির হামলা । মঙ্গলবার ভোর রাতে হামলা চালিয়েছিল হাতির দল ।
এমনকী বুধবার ভোররাতেও ফের হামলা চালায় বন্যপ্রাণীর দল । মিড-ডে মিলের ঘর ভেঙে তছনছ করে দিয়েছে । সাবাড় করে দিয়েছে পড়ুয়াদের মিড-ডে মিলের খাবারও । মঙ্গলবার ক্ষোভে স্কুলের শিক্ষিকাদের রুমে তালা মেরে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকরা । আর বুধবারও ক্ষোভে ও আতঙ্কে মাঠেই শুরু হয় ক্লাস । আতঙ্কের জেরে দিনের পর দিন কমছে পড়ুয়ার সংখ্যা । এদিন সকালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডাবগ্রাম 1 পঞ্চায়েতের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ।
অভিযোগ, স্কুলের সীমানায় পাঁচিলের বিষয়ে ব্লক প্রশাসন থেকে শুরু করে বন বিভাগকে একাধিকবার জানালেও কোনও সুরাহা হয়নি । প্রতি রাতে হাতির হানায় ব্যাপক ক্ষতি হয়েছে স্কুলের মিড-ডে মিলের ঘর থেকে ক্লাসরুম ।
এই বিষয়ে শিক্ষিকা কুসুম বিশ্বকর্মা বলেন, "আমরা আর পারছি না । প্রতি রাতে হাতির হানায় অতিষ্ঠ হয়ে উঠেছি । অভিভাবকরা চরম আতঙ্কে রয়েছেন । তার উপর আমাদের উপর ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা ।"
রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদারের বক্তব্য, "দিনের বেলায় এখানে হাতি আসে না ৷ তবে নজরদারির ব্যবস্থা করা হবে ।" এই প্রসঙ্গে বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, "খাবারের টানেই বারবার এখানে হাতি আসছে । এর আগে সোলার ফেন্সিং বসানো হয়েছিল ৷ কিন্তু তা চুরি হয়ে যায় । বন বিভাগকে আবেদন করলাম নজরদারির জন্য ।"
আরও পড়ুন :
- হাতির রসনা তৃপ্তির অভিনব উপায়ে তাণ্ডব থেকে জনবসতিকে রক্ষা করছে অসমের এনজিও
- ভারতের প্রথম মহিলা মাহুত পার্বতী সম্মানিত পদ্মশ্রী সম্মানে
- ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে রেলের নয়া প্রযুক্তি, বরাদ্দ 77 কোটি