পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুলে ঢুকে মিড-ডে মিলের খাবার খেয়ে ভাঙচুর, হাতির আতঙ্কে মাঠে ক্লাস পড়ুয়াদের - স্কুলে হাতির তাণ্ডব

Elephant Attack on School: তিনদিন ধরে রাতের বেলা স্কুলে ঢুকে তাণ্ডব চালাচ্ছে হাতির দল ৷ ক্লাসরুম ভাঙার পাশাপাশি খেয়ে সাবাড় করেছে মিড-ডে মিলের খাবারও ৷ আতঙ্কে ক্লাস চলছে স্কুলের মাঠে ৷ ক্ষোভ অভিভাবকদের ৷

Etv Bharat
স্কুলে হাতির হামলা

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 10:36 PM IST

হাতির তাণ্ডবে ভাঙল স্কুলের একাংশ, আতঙ্কে পড়ুয়ারা

দার্জিলিং, 31 জানুয়ারি: প্রতিরাতে স্কুলে হানা দিচ্ছে হাতির দল । সেই আতঙ্কে লাটে উঠেছে পঠনপাঠন । ক্ষোভের মধ্যেই মাঠে চলল ক্লাস । ঘটনায় একদিকে যেমন আতঙ্ক ছড়িয়েছে, অন্যদিকে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে অভিভাবকদের মধ্যে । জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 1 গ্রাম পঞ্চায়েতের ছোট ফাপড়ি নেপালি প্রাইমারি স্কুল । রবিবার রাত থেকে টানা চলছে ওই স্কুলে হাতির হামলা । মঙ্গলবার ভোর রাতে হামলা চালিয়েছিল হাতির দল ।

এমনকী বুধবার ভোররাতেও ফের হামলা চালায় বন্যপ্রাণীর দল । মিড-ডে মিলের ঘর ভেঙে তছনছ করে দিয়েছে । সাবাড় করে দিয়েছে পড়ুয়াদের মিড-ডে মিলের খাবারও । মঙ্গলবার ক্ষোভে স্কুলের শিক্ষিকাদের রুমে তালা মেরে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকরা । আর বুধবারও ক্ষোভে ও আতঙ্কে মাঠেই শুরু হয় ক্লাস । আতঙ্কের জেরে দিনের পর দিন কমছে পড়ুয়ার সংখ্যা । এদিন সকালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডাবগ্রাম 1 পঞ্চায়েতের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ।

অভিযোগ, স্কুলের সীমানায় পাঁচিলের বিষয়ে ব্লক প্রশাসন থেকে শুরু করে বন বিভাগকে একাধিকবার জানালেও কোনও সুরাহা হয়নি । প্রতি রাতে হাতির হানায় ব্যাপক ক্ষতি হয়েছে স্কুলের মিড-ডে মিলের ঘর থেকে ক্লাসরুম ।
এই বিষয়ে শিক্ষিকা কুসুম বিশ্বকর্মা বলেন, "আমরা আর পারছি না । প্রতি রাতে হাতির হানায় অতিষ্ঠ হয়ে উঠেছি । অভিভাবকরা চরম আতঙ্কে রয়েছেন । তার উপর আমাদের উপর ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা ।"

রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদারের বক্তব্য, "দিনের বেলায় এখানে হাতি আসে না ৷ তবে নজরদারির ব্যবস্থা করা হবে ।" এই প্রসঙ্গে বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, "খাবারের টানেই বারবার এখানে হাতি আসছে । এর আগে সোলার ফেন্সিং বসানো হয়েছিল ৷ কিন্তু তা চুরি হয়ে যায় । বন বিভাগকে আবেদন করলাম নজরদারির জন্য ।"

আরও পড়ুন :

  1. হাতির রসনা তৃপ্তির অভিনব উপায়ে তাণ্ডব থেকে জনবসতিকে রক্ষা করছে অসমের এনজিও
  2. ভারতের প্রথম মহিলা মাহুত পার্বতী সম্মানিত পদ্মশ্রী সম্মানে
  3. ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে রেলের নয়া প্রযুক্তি, বরাদ্দ 77 কোটি

ABOUT THE AUTHOR

...view details