পশ্চিমবঙ্গ

west bengal

সব বুথে ওয়েব কাস্টিং-কেন্দ্রীয় বাহিনী, বাংলার তিন কেন্দ্রে বাড়তি নজর কমিশনের - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 10:29 PM IST

Updated : Apr 25, 2024, 11:00 PM IST

Second Phase of LS polls in West Bengal: একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায়। ভোট ঘিরে অশান্তি এড়াতে তৎপর নির্বাচন কমিশন।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 25 এপ্রিল: দ্বিতীয় দফায় নির্বাচন শুক্রবার। রাজ্যে নির্বাচন হবে বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জ-এই তিনটি কেন্দ্রে। এই তিন কেন্দ্র মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা 47। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ের মতো এই পর্যায়েও 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তবে কয়েকটি স্যাডো জোন রয়েছে। সেই সমস্ত জায়গায় সিসিটিভির মাধ্যমে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হবে।

এছাড়াও পর্যাপ্ত সংখ্যায় মাইক্রো অবজার্ভার উপস্থিত থাকবেন। সব বুথেই থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় প্রায় দ্বিগুণ সংখ্যায় কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। তাই কোথাও কোনও অশান্তির খবর পেলেই তারা দ্রুত সেই বুথে পৌঁছে যেতে পারবেন টিমের সদস্যরা। পর্যাপ্ত পরিমাণে ফ্লায়িং স্কোয়াডও মোতায়েন করা হয়েছে। সকাল 7 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত হবে ভোটগ্রহণ।

  • রায়গঞ্জ

এই কেন্দ্রেমাইক্রো অবজার্ভারের সংখ্যা 169। কিউআরটি-র সংখ্যা 60। পাশপাশি রায়গঞ্জে 111 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও থাকছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট বুধের সংখ্যা 1730টি। তার মধ্যে 'ক্রিটিক্যাল' পোলিং স্টেশন হিসেবে চিহ্নিত হয়েছে 418টি বুথ।

  • দার্জিলিং

এখানে মাইক্রো অবজার্ভারের থাকছেন 202 জন। কিউআরটি টিমের সংখ্যা 50। দার্জিলিঙে মোট 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থাকছে। এই কেন্দ্রে মোট বুথের সংখ্যা 1999টি। মোট বুথের মধ্যে 'ক্রিটিক্যাল পোলিং' স্টেশন রয়েছে 408টি।

  • বালুরঘাট

এখানে মাইক্রো অবজার্ভারের সংখ্যা 125টি। এই কেন্দ্রে বাহিনী থাকছে 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বালুরঘাটে মোট বুথের সংখ্যা 1569টি। এরমধ্যে 'ক্রিটিক্যাল পোলিং স্টেশন' 308টি।

এদিকে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দ্বিতীয় দফায় তিন কেন্দ্র মিলিয়ে মোট রাজ্য পুলিশের মোট 12983 কর্মী মোতায়েন থাকবেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে পাওয়া তথ্য অনুসারে এই তিন কেন্দ্রে সব থেকে দুর্গম কেন্দ্রটি অবস্থিত দার্জিলিং কেন্দ্রে। দার্জিলিঙের দুর্গম বুথটি রয়েছে শ্রীখোলা গ্রামে। প্রায় 6900 ফুট উপরে রয়েছে শ্রীখোলা গ্রাম। এখান থেকে 6 ঘন্টা পাহাড়ের দুর্গম পথ ট্রেকিং করে পৌঁছতে হয় ভোট কেন্দ্রে।

আরও পড়ুন:

  1. শুক্রে 88 আসনের ভোটে হেভিওয়েট প্রার্থী কারা ?
  2. ভোট-কারচুপি রুখে দিল ওয়েব কাস্টিং, দোসর 'অ্যালার্ম আতঙ্ক' কাটাতে তৎপর কমিশন
Last Updated : Apr 25, 2024, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details