মেদিনীপুর, 7 নভেম্বর: বিজেপি প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে শুভেন্দু অধিকারীর মহামিছিলের অনুমতি দিল না নির্বাচন কমিশন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে রুটে মহামিছিলের আবেদন জানানো হয়েছিল সেই রুটে আগে থেকেই অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি করার অনুমতি নিয়েছে ৷ যদিও বিজেপির অভিযোগ পুলিশ প্রশাসন এবং রিটার্নিং অফিসারদের চরম নির্লজ্জতা প্রমাণ দিয়েছে এই ভোটে বিরোধী দলনেতার মিছিল বাতিল করে।
উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর মহামিছিল বাতিল করার ফলে বিজেপির তোপের মুখে পড়তে হল মেদিনীপুরের নির্বাচনী আধিকারিকদের ৷ উপনির্বাচনে যুদ্ধকালীন তৎপরতায় প্রচার চালাচ্ছে শাসক ও বিরোধী উভয় প্রার্থীরাই। শাসক ও বিরোধীদের হয়ে প্রচার করছেন নেতা, মন্ত্রী থেকে সেলিব্রিটিরা ৷ মেদিনীপুরে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের হয়ে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মহামিছিল হওয়ার কথা ছিল মেদিনীপুর শহরে। এই মিছিল হওয়ার কথা ছিল মহুয়া সিনেমার হল থেকে। কিন্তু, 24 ঘণ্টা আগেই পুলিশ থেকে অনুমতি বাতিল করা হয় ৷