রায়গঞ্জ, 23 মে:নিজের বাড়িতে ঢোকার অধিকার নেই বৃদ্ধা মায়ের ! অশীতিপর মানুষটিকে বাড়িতে ঢুকতে দেননি ছোট ছেলে ! এমনই অভিযোগে নিজের বাড়ির সামনেই ধরনায় বসেছেন বৃদ্ধা ৷ আরও অভিযোগ, ওই বাড়ি বেআইনি ভাবে নিজের নামে লিখিয়ে নিয়েছেন তাঁর ছোট ছেলে ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ৷
রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের কোতগ্রাম এলাকার ঘটনা ৷ মঙ্গলা সরকারের অভিযোগ তাঁর ছোট ছেলে স্বপন সরকারের বিরুদ্ধে ৷ তবে স্বপনের দাবি, তিনি 30 বছর ধরে মায়ের সেবা করেছেন । মায়ের জায়গা পর্যাপ্ত অর্থ দিয়ে কিনে নিয়েছেন তিনি । তাই মাকে রাখার বিষয়টি সব ভাইবোন মিলে আলোচনা করে ঠিক করতে হবে ৷ এই অজুহাতে তিনি মাকে ঘরে ঢুকতে দেননি বলে অভিযোগ ৷
এ দিকে, ঘরে ঢুকতে না-পেরে বাড়ির দাওয়ায় বসে রয়েছেন বৃদ্ধা । এমন দিনও দেখতে হবে তিনি কখনও ভাবেননি । স্থানীয় সূত্রের খবর, কোতগ্রামের বাসিন্দা মঙ্গলা দেবীর পাঁচটি ছেলে ও চারটি মেয়ে । কয়েকদিন আগেই গত হয়েছেন বড় ছেলে । বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন অনেক আগেই । এতদিন ছোট ছেলে স্বপন সরকারের সঙ্গে নিজের বাড়িতেই বসবাস করতেন ওই বৃদ্ধা ।
তাঁর মেয়ে রীণা কীর্তনীয়ার অভিযোগ, মাকে কখনও মেয়েদের বাড়িতে নিয়ে যেতে দিতেন না তাঁদের ছোট ভাই অর্থাৎ বৃদ্ধার ছোট ছেলে স্বপন । কয়েকমাস আগে মেয়েরা জোর করে মাকে নিয়ে যেতেই ঘটে বিপত্তি ৷ নিজের বাড়ির দরজা চিরতরে তাঁর জন্য বন্ধ হয়ে যায় । মাকে আর ঘরে তুলতে চান না তাঁর ছোট ছেলে ।