পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

50তম বিবাহ বার্ষিকী, ফুল দিয়ে সাজানো বুথের প্রথম ভোটার সিনহা দম্পতি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: পথ চলতে চলতে 50 বছর পার ৷ বিবাহ বার্ষিকীতে বুথের প্রথম ভোটার হয়ে গেলেন সিনহা দম্পতি ৷ ফুল ও নতুন কাপড় দিয়ে সুসজ্জিত পিঙ্কি ওমেন পোলিং স্টেশনে দেখে বিয়ের মেজাজ তাঁদের মধ্যে ৷

Lok Sabha Election 2024
বিবাহ বার্ষিকীতে ভোট প্রবীণ দম্পতির (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 3:06 PM IST

50তম বিবাহ বার্ষিকীতে বুথের প্রথম ভোটার সিনহা দম্পতি (ইটিভি ভারত)

দুর্গাপুর, 13 মে: চতুর্থ দফার ভোটে মন ভালো করা ছবি ধরা পড়ল দুর্গাপুরের বুথে ৷ সোমবার দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে প্রথম ভোট দিলেন প্রবীণ দম্পতি ৷ সকলের কাছে কেবল নির্বাচন হলেও তাঁদের কাছে এই ভোটটা খুবই 'স্পেশাল' ৷ কারণ, আজ তাঁদের 50তম বিবাহ বার্ষিকী ৷ তাই সকাল সকাল জোড়ায় এসে ভোট দিয়ে গেলেন বুথে ৷

সালটা ছিল 1974 ৷ দিনটা ছিল 13 মে ৷ চারহাত এক হয়েছিল এই সিনহা দম্পতির ৷ তারপর থেকেই হাতে হাত রেখে চলছে জীবন ৷ সোমবারও তার ব্যতিক্রম হল না ৷ ঘুম থেকে উঠে চটপট তৈরি হয়ে হাত ধরে ভোট দিতে চলে এলেন ঋষিকেশ ও গোপা সিনহা ৷ দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে 156 নম্বর বুথে প্রথম ভোট শুরু হল তাঁদের দিয়েই ৷ উৎসবের মেজাজে পিঙ্কি ওমেন পোলিং স্টেশনে ভোট দিতে পেরে খুশি এই দম্পতিও ৷

ইটিভি ভারতের ক্যামেরার সামনে দাঁড়িয়ে 50 বছরের আগের স্মৃতিতে ডুব দিলেন ঋষিকেশ সিনহা ৷ তিনি বললেন, "1974 সালের এই দিনেই বিয়ে হয়েছিল আমাদের । সেদিন ছিল ভারত বনধ ।" অতি কষ্টে, বনধের বাধা পেরিয়ে তাঁদের চার হাত এক হয়েছিল সেদিন ৷ এমন কথাই শোনা গেল গোপা সিনহার মুখে । তিনি বলেন, "ফুল দিয়ে, নতুন কাপড় দিয়ে প্যান্ডেল, সুসজ্জিত গেট অতিক্রম করে বুথে ঢোকার মুহূর্তেই আমার মনে পড়ে গেল সেদিনের সেই কথা । এমন সুসজ্জিত এক মণ্ডপ পার করে আমার হাত ধরেছিলেন উনি (ঋষিকেশ) ।"

জানা গিয়েছে, সিনহা দম্পতির ছেলেরা কর্মসূত্রে সবাই বাইরে থাকেন । তবে দূরে থাকলেও মা-বাবার এমন স্মরণীয় দিন ভোলেলনি তাঁরা ৷ ছেলেরা মাকে আজ একদম রান্না করতে বারন করেছেন । অনলাইনে মা-বাবার জন্য খাবার বুকিং করে দিয়েছেন ছেলেরা ৷ জানালেন গোপা সিনহা নিজেই । সকাল সকাল ভোট দিয়ে তাই কর্তা গিন্নি হাসিমুখে সেলফি জন্য দাঁড়িয়ে পড়লেন । নিজেদের 50 বছরের বিবাহ বার্ষিকীতে স্মরণীয় ভোটদান কর্মসূচিতে অংশ নেওয়াটাও তাঁদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেই জানালেন ঋষিকেশ । তাঁর কথায়, 1974 সালের পর থেকে বহুবার এমন দিন এসেছে তাঁদের জীবনে ৷ কিন্তু 18তম লোকসভা নির্বাচন আর বিবাহ বার্ষিকী এক দিনেই, এটা খানিকটা কাকতালীয় সিনহা দম্পতির কাছে ।

আরও পড়ুন:

  1. অত্যধিক গরমে বীরভূমে কর্মরত জওয়ানের মৃত্যু, দেখা হতেই কোলাকুলি দিলীপ-কীর্তির
  2. বগটুইয়ে ভোট শুরু হল সাড়ে ন'টা থেকে, কংগ্রেস প্রার্থী পড়লেন বিক্ষোভের মুখে
  3. বেলডাঙায় কংগ্রেস এজেন্টকে ঢুকতে বাধা, অভিযোগের তির তৃণমূলের দিকে

ABOUT THE AUTHOR

...view details