পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকা চেয়ে না-পাওয়ায় রাগ! ভাতারে মাসি-মেসোকে খুনে দুই ছেলে-সহ গ্রেফতার বোনঝি - BHARAT ELDERLY COUPLE MURDER CASE

পুলিশের অনুমান, আক্রোশের বশে মহুয়া সামন্ত তাঁর দুই ছেলেকে নিয়ে দম্পতির বাড়িতে যান । তিনজন মিলে অভিজিৎ ও ছবিরানি যশকে শ্বাসরোধ করে খুন করেন ।

Bharat Elderly Couple Murder Case
ভাতারে বৃদ্ধ দম্পতি খুনে তিনজন আত্মীয় গ্রেফতার (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

ভাতার, 18 ডিসেম্বর: টাকা চেয়ে না-পেয়ে সেই আক্রোশ থেকেই পূর্ব বর্ধমানের ভাতারে খুনের অভিযোগ বৃদ্ধ দম্পতিকে ৷ ঘটনায় গ্রেফতার তিনজন আত্মীয় ৷ মৃতরা হলেন অভিজিৎ ও ছবিরানি যশ ৷ ধৃতরা সম্পর্কে ছবিরানি যশের বোনের মেয়ে ও তাঁর দুই ছেলে ৷ পুলিশের দাবি, প্রাথমিক জেরায় তিনজনেই অপরাধের কথা স্বীকার করেছে ।

পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস বলেন, "অভিযোগ জমা পড়ার দু'তিন ঘণ্টার মধ্যেই পুলিশ খুনের ঘটনার কিনারা করেছে । খুনের ঘটনায় অভিযুক্ত মহুয়া সামন্ত ও তার দুই ছেলে অরিত্র ও অনিকেত সামন্তকে গ্রেফতার করা হয়েছে । পুলিশের জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করে নিয়েছে ।"

পুলিশ জানিয়েছে, বুধবার ধৃত তিনজনকে বর্ধমান জেলা আদালতে তোলা হবে । পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন করবে ৷ ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । এছাড়া ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে । তারা এ দিন ঘটনাস্থলে যাবে তথ্য সংগ্রহের জন্য ৷

পূর্ব বর্ধমানের ভাতার থানার রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা অভিজিৎ যশ ও ছবিরানি যশ । তাঁরা নিঃসন্তান দম্পতি । মঙ্গলবার রাতে তালাবন্ধ ঘর থেকে তাঁদের দেহ উদ্ধার হয় ৷ তদন্তে নেমে রাতেই পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ সুপর্ণা চৌধুরী নামে একজন মহিলা থানায় এসে অভিযোগ জানায়, তাঁর মেসো অভিজিৎ যশ ও মাসি ছবিরানি যশের সঙ্গে গত তিনদিন ধরে যোগাযোগ করা যাচ্ছে না । ভাতার থানার রবীন্দ্রপল্লির বাড়িতে বাইরে থেকে তালা ঝুলছে । খবর পেয়ে সন্ধে নাগাদ ওই বাড়িতে যায় ভাতার থানার পুলিশ ।

পুলিশ তালা ভেঙে ভেতরে ঢোকে । ঘরে ঢুকে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় দু'জনে পড়ে আছেন । ঘরের জিনিসপত্র তছনছ করা হয়েছে । রাতেই সিট গঠন করে তদন্ত শুরু করে পুুলিশ । ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর । ঘটনাস্থলে যায় পুলিশের টেকনিক্যাল সাপোর্টস টিম । মৃতদের আত্মীয় পরিজনদের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে ।

পুলিশ সূত্রে খবর, মৃত অভিজিৎ যশের সেজ শ্যালিকার মেয়ে মহুয়া সামন্ত বিভিন্ন সময়ে নিঃসন্তান দম্পতির বাড়িতে এসে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেন । যা নিয়ে অশান্তি হত । কিছুদিন আগে এমনই পরিস্থিতি হয় যে মহুয়াকে বাড়ি থেকে অপমান করে বের করে দেন অভিজিৎ যশ ।

পুলিশের অনুমান, সেই আক্রোশের বশে গত শনিবার দুপুর নাগাদ মহুয়া সামন্ত তাঁর দুই ছেলে অরিত্র সামন্ত ও অনিকেত সামন্তকে নিয়ে ওই বাড়িতে যান । তাঁরা তিনজন মিলে অভিজিৎ যশ ও ছবিরানি যশকে শ্বাসরোধ করে খুন করেন । তারপর দামী জিনিসপত্র টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান । বাইরে থেকে বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেন ।

ABOUT THE AUTHOR

...view details