লোকসভার মুখে বিধায়কের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে বাঁকুড়া, 22 ফেব্রুয়ারি: সন্দেশখালি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখনই দলবদলের ছবি বাঁকুড়ায় ৷ বাঁকুড়া জেলার সোনামুখীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল 20টি পরিবার ৷ বুধবার রাতে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির বিধায়ক কার্যালয়ে সোনামুখী পৌরসভার এক নম্বর ওয়ার্ড থেকে 20টি পরিবারের আশি জন ভোটার বিধায়কের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন । এমনই দাবি করেছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি ৷ দেখা গিয়েছে, বেশ কয়েকজনের গলায় পরিয়ে দেওয়া হচ্ছে বিজেপির গেরুয়া উত্তরীয় ৷
তিনি জানান, সোনামুখী পৌরসভায় বিভিন্ন সময় অস্থায়ী কর্মীরা বেতন পান না, আবর্জনায় ভর্তি হয়ে যায় শহর, ভালোভাবে পরিষেবা পান না সোনামুখী শহরের মানুষজন ৷ কিছুদিন যাবৎ অল্প বয়সি ছেলেমেয়েরা জন্ডিসে আক্রান্ত হচ্ছেন, সেখানে পৌরসভা যাঁরা চালাচ্ছেন তাঁরা তার দায়ভার নিচ্ছেন না ৷ এই সমস্ত কিছু দেখে ওই তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগদান করেছেন ।
অন্যদিকে, বিজেপিতে যোগদান কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস ৷ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সিদ্ধার্থ নাগ বলেন, "রাজ্যে তৃণমূল কংগ্রেস যা কাজ করছে, এই কাজ বা প্রকল্প ছেড়ে কেউ বিজেপিতে যোগদান করবেন না ৷ এটা বিজেপির একটা খেলা ৷ নিজেদের কর্মীদেরই কখনও বলছে তৃণমূল, কখনও বলছে বিজেপি ৷ এসব ভিত্তিহীন কথা ৷ ভোটের আগে বিজেপি নেতারা পরিযায়ী পাখির মতো আসেন, ভোট শেষ হয়ে গেলে পরিযায়ী পাখির মতো চলে যান । তাই ভোটের প্রাক্কালে এরা এইরকম অনেক ধরনের নাটক করে ৷ এ সব নাটক পশ্চিমবঙ্গের মানুষ জানে, এসব ভিত্তিহীন কথাবার্তা ।"
আরও পড়ুন:
- খালিস্তানি মন্তব্য তৃণমূলের স্ক্রিপটেড, মমতার সমালোচনায় সরব বিজেপি সাংসদ আলুওয়ালিয়া
- বিজেপির জাতীয় অধিবেশনে নিশানায় সন্দেশখালি, শিবু হাজরার গ্রেফতারিকে 'আইওয়াশ' বলছেন সুকান্ত
- লোকসভা ভোট ঘোষণা এখনও হয়নি, তার আগেই উত্তর মালদায় ‘প্রচারে’ বিজেপি-তৃণমূলের সম্ভাব্য প্রার্থীরা