পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসভার মুখে বিধায়কের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে 80, নাটক বলছে শাসকদল

TMC supporters join BJP: সন্দেশখালি আবহের মাঝেই ঘর ভাঙল তৃণমূলের ৷ সোনামুখীতে বিজেপি বিধায়কের হাত ধরে আশিজন তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন ৷ যদিও ভোটের আগে একে নাটক বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস ।

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 12:44 PM IST

Updated : Feb 22, 2024, 3:48 PM IST

লোকসভার মুখে বিধায়কের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে

বাঁকুড়া, 22 ফেব্রুয়ারি: সন্দেশখালি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখনই দলবদলের ছবি বাঁকুড়ায় ৷ বাঁকুড়া জেলার সোনামুখীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল 20টি পরিবার ৷ বুধবার রাতে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির বিধায়ক কার্যালয়ে সোনামুখী পৌরসভার এক নম্বর ওয়ার্ড থেকে 20টি পরিবারের আশি জন ভোটার বিধায়কের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন । এমনই দাবি করেছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি ৷ দেখা গিয়েছে, বেশ কয়েকজনের গলায় পরিয়ে দেওয়া হচ্ছে বিজেপির গেরুয়া উত্তরীয় ৷

তিনি জানান, সোনামুখী পৌরসভায় বিভিন্ন সময় অস্থায়ী কর্মীরা বেতন পান না, আবর্জনায় ভর্তি হয়ে যায় শহর, ভালোভাবে পরিষেবা পান না সোনামুখী শহরের মানুষজন ৷ কিছুদিন যাবৎ অল্প বয়সি ছেলেমেয়েরা জন্ডিসে আক্রান্ত হচ্ছেন, সেখানে পৌরসভা যাঁরা চালাচ্ছেন তাঁরা তার দায়ভার নিচ্ছেন না ৷ এই সমস্ত কিছু দেখে ওই তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগদান করেছেন ।

অন্যদিকে, বিজেপিতে যোগদান কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস ৷ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সিদ্ধার্থ নাগ বলেন, "রাজ্যে তৃণমূল কংগ্রেস যা কাজ করছে, এই কাজ বা প্রকল্প ছেড়ে কেউ বিজেপিতে যোগদান করবেন না ৷ এটা বিজেপির একটা খেলা ৷ নিজেদের কর্মীদেরই কখনও বলছে তৃণমূল, কখনও বলছে বিজেপি ৷ এসব ভিত্তিহীন কথা ৷ ভোটের আগে বিজেপি নেতারা পরিযায়ী পাখির মতো আসেন, ভোট শেষ হয়ে গেলে পরিযায়ী পাখির মতো চলে যান । তাই ভোটের প্রাক্কালে এরা এইরকম অনেক ধরনের নাটক করে ৷ এ সব নাটক পশ্চিমবঙ্গের মানুষ জানে, এসব ভিত্তিহীন কথাবার্তা ।"

আরও পড়ুন:

  1. খালিস্তানি মন্তব্য তৃণমূলের স্ক্রিপটেড, মমতার সমালোচনায় সরব বিজেপি সাংসদ আলুওয়ালিয়া
  2. বিজেপির জাতীয় অধিবেশনে নিশানায় সন্দেশখালি, শিবু হাজরার গ্রেফতারিকে 'আইওয়াশ' বলছেন সুকান্ত
  3. লোকসভা ভোট ঘোষণা এখনও হয়নি, তার আগেই উত্তর মালদায় ‘প্রচারে’ বিজেপি-তৃণমূলের সম্ভাব্য প্রার্থীরা
Last Updated : Feb 22, 2024, 3:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details