পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডিম-ভাত অতীত ! ব্রিগেডগামী তৃণমূল কর্মীদের পাতে পড়ল খিচুড়ি - TMC handed over khichuri to workers

TMC handed over khichuri to workers: ডিম-ভাত এখন অতীত ৷ ব্রিগেডগামী কর্মীদের হাতে এবার খিচুড়ি তুলে দিচ্ছে শিয়ালদহ স্টেশনে ৷ 21 জুলাই আগতদের ডিম ভাত খাওয়ানো নিয়ে বিরোধীরা কম কটাক্ষ করেনি।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 12:42 PM IST

Updated : Mar 10, 2024, 1:28 PM IST

কলকাতা, 10 মার্চ: লোকসভা ভোটের আগে রবিবার ব্রিগেড সমাবেশ তৃণমূলের ৷ সেই সভা থেকেই 42 কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সকাল থেকেই শিয়ালদা স্টেশনে ক্যাম্প সাজিয়ে বসে আছেন তৃণমূল কর্মীরা। সকালে তেমন লোকজন না এলেও খানিক বেলা গড়াতে দূরের জেলার ট্রেনে করে আসত শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সেখানেই দূর দূরান্ত থেকে আগত কর্মীদের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।

বেলা বাড়তেই শিয়ালদহ চত্ত্বরে হচ্ছে তৃণমূল কর্মীদের জমায়েত। শিয়ালদায় ক্যাম্পে এদিন কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ জীবন সাহার নেতৃত্বে সকাল থেকেই হাজির হয়ে গিয়েছিলেন তৃণমূল কর্মীরা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গের নদীয়া, উত্তর 24 পরগনা ও মুর্শিদাবাদ থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা জনগর্জন সভায় যাওয়ার জন্য শিয়ালদা ক্যাম্প ঘুরে যাচ্ছেন। শিয়ালদা ক্যাম্পে খিচুরি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে কর্মী-সমর্থকদের।

এক সময় ডিম ভাত নিয়ে তুমুল হইচই হয়েছিল। 21 জুলাই আগতদের ডিম ভাত খাওয়ানো নিয়ে বিরোধীরা কম কটাক্ষ করেনি। ডিম ভাতের ব্রিগেড বলে কটাক্ষ শুনতে হয়েছিল তৃণমূলকে। তবে এবার সেই হইচই নেই। সকালের দিকে ফাঁকাই ছিল স্টেশন চত্ত্বর। তবে বেলা বাড়তে ধীরে ধীরে লোকজন আসতে শুরু করেছে। হাতে পতাকা, স্লোগানে জমজমাট শিয়ালদহ। একদিকে চলছে দেদার খিচুড়ি খাওয়া।

এদিন তৃণমূলের ক্য়াম্পে এক মহিলা কর্মী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আসা এই জন গর্জন সভায়। সকলেই আসছে প্রমাণ করতে দলের সঙ্গে কত লোক আছে।" আরও এক মহিলা কর্মীর কথায়, "কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরতে, জব কার্ড থেকে আবাদ যোজনার টাকা দাবির পক্ষে আসা এই ব্রিগেড সভায়। সামনে লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেয় শুনব।"

আরও পড়ুন

ভাঙছে ছক, ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল

কর্পোরেট ধাঁচে 'জনগর্জন' থেকেই লোকসভার শঙ্খনাদ তৃণমূলের, সকাল থেকেই ব্রিগেডমুখী জনতা

Last Updated : Mar 10, 2024, 1:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details