কলকাতা, 3 অগস্ট: আগামী 7 তারিখ থেকে রাজ্যের সরকারি ও সরকার অধিকৃত সব কলেজগুলিতে শুরু হচ্ছে প্রথম বর্ষের ক্লাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই বিজ্ঞান বিষয়ের পড়ুয়ারা ভর্তি হয়ে গিয়েছেন। কিছুদিনের মধ্যে প্রবেশ করতে চলছেন কলা এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা। তবে এসবের আগে ব়্যাগিং নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জুনিয়র ও সিনিয়র সব পড়ুয়াদেরই এই নিয়ে সতর্কও করলেন তিনি।
শনিবার স্কটিশ চার্চ কলেজের একটি অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ব়্যাগিং একটা ব্যাধি। এই ব্যাধি নির্মূলের জন্য রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছে। আমি সিনিয়রদের বলছি জুনিয়রদের ভালবাসুন। আর জুনিয়রদের বলব সিনিয়রদের ভালবাসুন আর সম্মান করুন।" এর সঙ্গে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া ব্যবস্থা নিয়ে বলেন, "যাদবপুরের বর্তমান যিনি অস্থায়ী উপাচার্য আছেন তিনি একাধিক ব্যবস্থা নিয়েছেন। প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগও রেখেছেন।"