পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কী সমস্যা জ্যোতিপ্রিয়র ? জানতে চেয়ে হাসপাতাল ও প্রেসিডেন্সি সংশোধনাগারকে চিঠি ইডির - RATION CORRUPTION CASE

প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কেমন আছেন, তা জানতে চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয়কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

RATION CORRUPTION CASE
জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে বেসরকারি হাসপাতাল ও সংশোধনাগার কর্তৃপক্ষকে চিঠি ইডির ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 2:19 PM IST

কলকাতা, 20 নভেম্বর: এখন কেমন আছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ? জানতে চেয়ে এবার ইএম বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ কেন ইডি-কে জ্যোতিপ্রিয়র অসুস্থতার কথা জানানো হয়নি, তাও প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে ইডি ৷

ইডি সূত্র খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের কী হয়েছিল, তা প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে তদন্তকারীরা জানতে চেয়েছেন ৷ আর কবেই বা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাও জানাতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এই বিষয়ে ইডির তরফে অভিযোগ করা হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থতা নিয়ে ইডিকে কোনও তথ্য দেওয়া হয়নি সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যে আদালতে অভিযোগ করা হয়েছে ৷

হাসপাতালে পাঠানো ইডির চিঠিতে জানতে চাওয়া হয়েছে,

জ্যোতিপ্রিয় মল্লিকের কী ধরনের অসুস্থতা ? কেন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ? কোন কোন চিকিৎসক তাঁকে দেখছেন ? তাঁর শারীরিক অবস্থা এখন কেমন ? তিনি কত নম্বর কেবিনে আছেন ? দিনে কতবার চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করছেন ? এখনও পর্যন্ত তাঁকে কোন কোন ওষুধ দেওয়া হয়েছে ? ওষুধে তিনি কেমন সাড়া দিচ্ছেন ? জ্যোতিপ্রিয়র সঙ্গে কে বা কারা দেখা করতে আসছেন ?

রাজ্যে রেশন দুর্নীতি-কাণ্ডের তদন্তে ইডির হাতে গ্রেফতার হন উত্তর 24 পরগনার এক ব্যবসায়ী বাকিবুর রহমান ৷ তাঁকে জেরায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে ৷ পরে তাঁর সল্টলেকের অফিস ও বাড়িতে তল্লাশি চালানো হয় ৷ গ্রেফতার করা হয় তৎকালীন বনমন্ত্রীকে ৷ তবে, গ্রেফতারির পর থেকে একাধিকবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন তিনি ৷ তবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা রিপোর্টের ভিত্তিতে প্রতিবার জামিনের আবেদন খারিজ হয়ে যায় ৷

উল্লেখ্য, 20 নভেম্বর অর্থাৎ আজ রেশন দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ৷ গ্রেফতারির পর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন জ্যোতিপ্রিয় ৷ তাঁর মাথা ঘোরার কারণ জানতে 'হেড আপ টিলট টেবল টেস্ট' পরীক্ষার পরামর্শও দিয়েছিলেন চিকিৎসকরা ৷ এসএসকেএম হাসপাতালে তাঁরে ভর্তি করে চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন হয়েছিল ৷ তারপর সুস্থ হয়ে ফের সংশোধনাগারে ফিরেও যান তিনি ৷

তবে, চলতি মাসেই প্রেসিডেন্সি সংশোধনাগারে আবারও নাকি অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ৷ জানা গিয়েছে, তাঁর বুকে ব্যাথা ছিল ও মাথা ঘুরছিল ৷ সেই কারণে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ৷ এখন সেখানেই আছেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক ৷

ABOUT THE AUTHOR

...view details