পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মনরেগা দুর্নীতির তদন্তে বহরমপুরের প্রাক্তন পঞ্চায়েত কর্মী ও তাঁর বোনকে তলব ইডির - Corruption

MGNREGA Corruption Case: মঙ্গলবার একশো দিনের কাজের দুর্নীতি মামলায় বহরমপুরে এক প্রাক্তন পঞ্চায়েত কর্মীর বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ এবার রথীন্দ্রনাথ দে নামে ওই ব্যক্তি ও তাঁর বোনকে হাজিরার সমন দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী শুক্রবার তাঁদের হাজির হতে বলা হয়েছে ৷

ED
ED

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 5:01 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কর্মী মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা রথীন্দ্রনাথ দে-কে হাজিরা দেওয়ার জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ একশো দিনের কাজের দুর্নীতির মামলার তদন্তে আগামী শুক্রবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ একই সঙ্গে তাঁর বোন ইতি চট্টোপাধ্যায়কেও হাজিরা দিতে নির্দেশ দিয়েছে ইডি ৷ দু’জনকেই ইডির অফিসে ওইদিন সকাল 10টায় আসতে বলা হয়েছে বলে খবর ৷ এর আগে মঙ্গলবার রথীন্দ্রনাথের বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডির তদন্তকারীরা ৷ এবার রথীন্দ্রনাথ ও তাঁর বোনকে ব্যাংকের যাবতীয় নথি-সহ একাধিক কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে বলে ইডির একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরের মধুপুরের কালীবাড়ি এলাকায় রাজ্য সরকারের দুই আধিকারিকের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা । তাঁদের মধ্যে একজন রথীন্দ্রনাথ দে ৷ তিনি মুর্শিদাবাদের রথীন্দ্রনাথ বেলডাঙা-1 ব্লকের সুজাপুর-কুমারপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন ।

2019 সালের 6 সেপ্টেম্বর মুর্শিদাবাদের বেলডাঙা-1 ব্লকের বিডিও বিরূপাক্ষ মিত্র এই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত প্রক্রিয়ার শেষে চাকরি হারাতে হয় রথীন্দ্রনাথকে । তদন্তে নেমে এমনটাই জানা গিয়েছে বলে দাবি ইডির কর্তাদের ।

কিন্তু যে প্রশ্নের উত্তর এখনও ইডি পায়নি, তা হল 2020 সালে কোনও এক অজ্ঞাত কারণে সেই তদন্ত থামিয়ে দেয় সিআইডি । পরে আদালতের নির্দেশে এই মামলার তদন্তভার চলে যায় ইডির হাতে । আর সেই ঘটনার তদন্তে নেমে একাধিক সূত্র পান তদন্তকারীরা ।

সেগুলি মেলাতেই গত মঙ্গলবার সাতসকালে বহরমপুরে রথীন্দ্রনাথের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালান ইডি আধিকারিকরা । কিন্তু এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর থেকে গিয়েছে । ফলে এবার রথীন্দ্রনাথ ও তাঁর বোনকে সরাসরি কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

আরও পড়ুন:

  1. চন্দননগরে সাত ঘণ্টা ইডির তল্লাশি, সিজিও কমপ্লেক্সে তলব সন্দীপ সাধুখাঁকে
  2. 100 দিনের কাজে দুর্নীতিতে বহরমপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়াবাড়িতে ইডি
  3. 100 দিনের কাজে দুর্নীতি, সকালে থেকেই জেলায় জেলায় ইডির হানা

ABOUT THE AUTHOR

...view details