পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাড়ে ন'ঘণ্টা পর শাহজাহানের বাড়ি সিল করল ইডি, সাঁটানো হল সমনের নোটিশও - ED

Shahjahan house was sealed by ED: শাহজাহানের বাড়িতে সাঁটানো নোটিশে আগামী 29 জানুয়ারি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে পলাতক এই তৃণমূল নেতাকে ৷ সেদিন আধার কার্ডের সঙ্গে সচিত্র পরিচয়পত্র এবং পাসপোর্টের নথি নিয়ে আসতে বলা হয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। ফলে ইডি'র আবেদনে সাড়া দিয়ে নির্দিষ্ট দিনে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন!

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 4:31 PM IST

সাঁটানো হল সমনের নোটিশও

সন্দেশখালি, 24 জানুয়ারি: কড়া নিরাপত্তায় সাড়ে ন'ঘণ্টার অভিযান শেষে বুধবার দুপুর 2টো 20 মিনিট নাগাদ সন্দেশখালির সরবেড়িয়া এলাকা ছাড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা । তবে, এলাকা ছাড়ার আগে 'ফেরার' তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে সমনের নোটিশ সাঁটালেন তাঁরা। পাশাপাশি শাহাজাহানের হলুদ রঙের বাড়িটিও 'সিল' করে দেওয়া হয়েছে ইডির তরফে । সূত্রের খবর, বাড়ির মূল গেটের পাশের দেওয়ালে সাঁটানো সেই নোটিশে আগামী 29 জানুয়ারি সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে পলাতক এই তৃণমূল নেতাকে ৷

সেদিন আধার কার্ডের সঙ্গে সচিত্র পরিচয়পত্র এবং পাসপোর্টের নথি নিয়ে আসতে বলা হয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। ফলে ইডি'র আবেদনে সাড়া দিয়ে নির্দিষ্ট দিনে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন! যদিও সন্দেশখালি কাণ্ডের পর থেকে এখনও পর্যন্ত সামনে আসেননি 'ফেরার' এই তৃণমূল নেতা । পুলিশও তাকে 19 দিন ধরে খুঁজে পায়নি । ফলে, শেখ শাহজাহানের ইডি দফতরে হাজিরা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে অনেকের মনেই ।

তবে, সাড়ে ন'ঘণ্টার ম‍্যারাথন তল্লাশি অভিযান চালিয়ে শেখ শাহজাহানের সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ার বাড়ি থেকে ঠিক কী কী পেলেন ইডি আধিকারিকরা ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ! সূত্রের খবর, রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির দুটি তালা ভেঙে বুধবার ভিতরে প্রবেশ করার পর শাহজাহানের আলমারি, ট্রাঙ্ক, বিছানা-চাদর। সবকিছু উলটে ঘেঁটে দেখেন গোয়েন্দারা। শুধু কী তাই ? শাহজাহানের বাড়ির ছাদে পর্যন্ত পৌঁছে যান ইডি আধিকারিকরা। জলের ট্যাঙ্কের ভিতরেও দেখেন তাঁরা। হয়ত বা ভেবেছিলেন কোনও নথি যদি পাওয়া যায় ! সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাঁরা। যা যা তথ্য পান তার সবটা নোট করেন ল্যাপটপে। তবে আদৌ কি পেলেন কিছু ? হ্যাঁ! মিলল, তবে ‘পেন্সিল’। কেন বলুন তো ? কারণ, যে আশা নিয়ে ইডি আধিকারিকরা সেখানে গিয়েছিলেন সেই আশা কার্যত পূরণ হয়নি ।

যা যা পেয়েছেন সবটাই শুধু লিখে রাখতে হয়েছে ল্যাপটপে। এছাড়া দু'টি ফাইলও মিলেছে সেখান থেকে। তাতে কতটা তথ্য কিংবা নথি রয়েছে তা নিয়ে সংশয় রয়েছে খোদ ইডি আধিকারিকদেরই। কারণ, তাঁরা মনে করছেন শেখ শাহজাহান পালিয়ে যাওয়ার আগে সমস্ত নথি নিয়ে গিয়েছেন। সেই আশঙ্কায় হাইকোর্টের শুনানি চলাকালীন প্রকাশ করেছিলেন ইডির আইনজীবী। সবমিলিয়ে, সন্দেশখালি কাণ্ডের 19 দিনের খেসারত কি দিতে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ? উত্তর অবশ্য মেলেনি !

আরও পড়ুন

  1. বর্ধমানে প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর; দেখুন সরাসরি
  2. জেলবন্দি কেষ্টর উপর আস্থা অটুট মমতার, ভোটে জিততে ভরসা অনুব্রত মডেলই
  3. জোট নিয়ে কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে বাংলায় একা লড়ার ঘোষণা মমতার

ABOUT THE AUTHOR

...view details