কলকাতা, 27 এপ্রিল: ইডি-র হাতে ধৃত শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত হাজি সিদ্দিক মোল্লা ৷ শনিবার তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসা করছে ইডির গোয়েন্দারা ৷ তদন্তকারীদের অনুমান, এই হাজি সিদ্দিক মোল্লা সন্দেশখালি এলাকায় অত্যন্ত প্রভাবশালী ৷ সিদ্দিক মোল্লা শেখ শাহজাহান ও তাঁর দুই ভাই আলমগির, সিরাজের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ৷
ইডি সূত্রের খবর, শাহজাহানের বিভিন্ন আর্থিক লেনদেনে সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল এই সিদ্দিক মোল্লা ৷ তদন্তে জানা গিয়েছে, শেখ শাহজাহানের একটি সংস্থা আছে যার নাম এসকে সাবিনা ৷ এছাড়া অন্য সংস্থার নামও পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ যেখানে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে ৷ এই লেনদেনের সম্বন্ধেই হাজিকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷
এর মধ্যে 26 এপ্রিল রাজ্য তথা দেশে দ্বিতীয় দফা লোকসভা ভোটের দিন সরবেড়িয়া এলাকায় শেখ শাহজাহানের গড় থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ৷ সেগুলিও শাহজাহান-ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি ৷ এর মধ্যে একটি রিভলবার পুলিশের ব্যবহৃত বলে খবর ৷ এছাড়াও উদ্ধার রয়েছে শেখ শাহজাহানের ছবি লাগানো একটি আইকার্ড ৷ স্বভাবতই ভোটের সময় এমন ঘটনায় চাপের মুখে পড়েছে শাসকদল তৃণমূল ৷
এর আগে ইডি শাহজাহানের চিংড়ির ব্যবসার নথি হাতে পায় ৷ সন্দেশখালিতে চিংড়ি মাছের ভেড়ি তৈরি করে সেখান থেকে বছরে প্রায় 200 কোটি টাকা লাভ করেছিল শাহজাহান এবং তার কোম্পানি ৷ সন্দেশখালিকাণ্ডে তদন্তের প্রথম দিকেই জানা যায় প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহানের একাধিক ব্যবসার কথা ৷ যার মধ্যে অন্যতম ছিল ভেড়িতে চিংড়ি চাষ ৷
আরও পড়ুন:
- নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে সন্দেশখালিতে সিবিআই তল্লাশি! কমিশনে অভিযোগ তৃণমূলের
- 10 বছরে 137 কোটি টাকা জমা, শাহাজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি
- শাহজাহান গড়ে বিস্ফোরক-আগ্নেয়াস্ত্র উদ্ধার, নেপথ্যে এনএসজি’র অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সারমেয়