কলকাতা, 28 মে: সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের এখনও পর্যন্ত 261 কোটি টাকার সম্পদের হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সোমবার শেখ শাহজাহান, তার ভাই আলমগীর শিবু হাজরা ও উত্তমের নামে চার্জশিট পেশ করেছে ইডি ।
সংশ্লিষ্ট চার্জশিটে ইডি উল্লেখ করেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়েই শেখ শাহজাহান একাধিক সরল গ্রামবাসীর বিঘার পর বিঘা জমি গ্রাস করেছিল । এছাড়াও, একাধিক অবৈধ কারবারের সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার মালিক হয় শেখ শাহজাহান এবং তার অনুগামীরা । ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা শেখ শাহজাহানের একটি সংস্থার হদিশ পান, যার নাম শেখ সাবিনা ৷ এই সংস্থা থেকে প্রায় 31 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ।