পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তদন্তে সাহায্য করছেন না শাহজাহান, হেফাজতে চেয়ে আদালতে ইডি - ED appeals for Shahjahan custody - ED APPEALS FOR SHAHJAHAN CUSTODY

Sheikh Shahjahan: শেখ শাহজাহান তদন্তে সাহায্য করছেন না বলে আদালতে সওয়াল করল ইডি ৷ তারা শাহজাহানকে হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 3:01 PM IST

কলকাতা, 1 এপ্রিল: সিবিআইয়ের পর শেখ শাহজাহানকে ইতিমধ্যেই শ্যোন অ্যারেস্ট করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ইডির অভিযোগ, সংশোধনাগারে গিয়ে দীর্ঘ সময় জেরার পরও তদন্তে কোনওরকম সহযোগিতা না-করায় গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির এক সময়ের বেতাজ বাদশাকে । তাঁকে শ্যোন অ্যারেস্ট করে ইডি । এ দিকে, সোমবার বিকেলেই শেখ শাহজাহানকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত ।

জানা গিয়েছে, শুনানির শুরুতেই বিচারকের কাছে শাহজাহানকে আদালতে পেশ করার আবেদন করেন ইডির আইনজীবী । তাঁর যুক্তি, শাহজাহানকে সংশোধনাগারে গিয়ে জেরার সময় তাঁকে বেশকিছু নাম নিয়ে প্রশ্ন করেছিলেন ইডির তদন্তকারীরা । নথি দেখিয়েও তাঁকে জেরা করা হয় বলে জানা যায় । কিন্তু ইডির তদন্তকারীরা জানান, সে ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করেননি শেখ শাহাজাহান । তাই পলাতক ব্যক্তিরা যাতে তদন্তকারীদের নাগালের বাইরে চলে না-যান, সেই কারণে আজই আদালতে পেশ করে সন্দেশখালির 'বাঘ'কে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে দাবি করেন ইডির আইনজীবীরা । আজ বিকেল চারটে নাগাদ শাহজাহানকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

সিবিআই হেফাজত শেষ হওয়ার পর শেখ শাহজাহানকে রাখা হয়েছিল বসিরহাটের উপ-মহকুমা সংশোধনাগারে । সেখানে শনিবার তাঁকে জেরা করতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা । জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি থাকায় শাহজাহানকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা ।

উল্লেখ্য, গত পাঁচ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় নাম উঠে আসে শেখ শাহজাহানের । পরে ধীরে ধীরে শেখ শাহাজাহানের বিরুদ্ধে এবং বিশেষ করে তাঁর দলবলের বিরুদ্ধে সন্দেশখালির মহিলাদের নানা অভিযোগ সামনে আসে ৷

আরও পড়ুন:

  1. শাহজাহানকে আড়ালের চেষ্টা! সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনে কেস ডাইরি চাইল আদালত
  2. জমি দুর্নীতি! শেখ শাহজাহানকে জেল থেকেই গ্রেফতার ইডি'র
  3. ইডি'র উপর হামলা হয়েছিল তারই ভাটার ইটে! চিনতে অস্বীকার শাহজাহানের

ABOUT THE AUTHOR

...view details