কলকাতা, 1 এপ্রিল: সিবিআইয়ের পর শেখ শাহজাহানকে ইতিমধ্যেই শ্যোন অ্যারেস্ট করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ইডির অভিযোগ, সংশোধনাগারে গিয়ে দীর্ঘ সময় জেরার পরও তদন্তে কোনওরকম সহযোগিতা না-করায় গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির এক সময়ের বেতাজ বাদশাকে । তাঁকে শ্যোন অ্যারেস্ট করে ইডি । এ দিকে, সোমবার বিকেলেই শেখ শাহজাহানকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত ।
জানা গিয়েছে, শুনানির শুরুতেই বিচারকের কাছে শাহজাহানকে আদালতে পেশ করার আবেদন করেন ইডির আইনজীবী । তাঁর যুক্তি, শাহজাহানকে সংশোধনাগারে গিয়ে জেরার সময় তাঁকে বেশকিছু নাম নিয়ে প্রশ্ন করেছিলেন ইডির তদন্তকারীরা । নথি দেখিয়েও তাঁকে জেরা করা হয় বলে জানা যায় । কিন্তু ইডির তদন্তকারীরা জানান, সে ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করেননি শেখ শাহাজাহান । তাই পলাতক ব্যক্তিরা যাতে তদন্তকারীদের নাগালের বাইরে চলে না-যান, সেই কারণে আজই আদালতে পেশ করে সন্দেশখালির 'বাঘ'কে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে দাবি করেন ইডির আইনজীবীরা । আজ বিকেল চারটে নাগাদ শাহজাহানকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷