কলকাতা, 5 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কিত কোনও কাজে ব্যবহার করা যাবে না শিশুদের । সোমবার এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন । কমিশনের তরফে দেওয়া নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে এই বিষয় তারা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে ।
এই নির্দেশিকা অনুসারে ভোট প্রচারে কোনও শিশু মিছিলে সামিল হতে পারবে না । প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না । শিশুদের দিয়ে পোস্টার বা প্রচারপত্র বিতরণ করানো যাবে না । স্লোগান দেওয়ানো যাবে না । নির্বাচনী বৈঠকে শিশুদের নিয়ে যাওয়া যাবে না । নির্বাচনী প্রচারের সময় শিশুদের কোলে নিয়ে বা রাজনৈতিক দলের কোনও গাড়িতে শিশুদের নিয়ে যাওয়া যাবে না । ঠিক একইভাবে নির্বাচনী প্রচারের সভা বা বৈঠকে শিশুদের দিয়ে গান, কবিতা আবৃত্তি করানো যাবে না ।
নির্দেশিকায় আরও বলা হয়েছে যে প্রতিটি রাজনৈতিক দলকে 1986 সালের শিশুশ্রম প্রতিরোধ আইন মেনে চলতে হবে এবং 2016 সালের শিশু শ্রমিক আইন মেনে চলতে হবে । এই বিষয়ে 2014 সালের বম্বে হাইকোর্টে হওয়া একটি জনস্বার্থ মামলার রায়ের কথা উল্লেখ করা হয়েছে এই নির্দেশিকায় । তাই নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যদি এই নির্দেশ পালন করা না হয়, তাহলে সেক্ষেত্রে অভিযুক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করবে ভারতের নির্বাচন কমিশন ।