পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট প্রচারে শিশুদের ব্যবহারে নিষেধাজ্ঞা, অমান্য হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের - নির্বাচন কমিশন

ECI on Use of Children for Election: ভোটের প্রচারে অনেক সময় শিশুদের ব্য়বহার করার অভিযোগ প্রায়ই ওঠে ৷ এই নিয়ে লোকসভা নির্বাচনের আগে নির্দেশিকা দিল নির্বাচন কমিশন ৷ তারা জানিয়েছে যে ভোট সম্পর্কিত কোনও কাজে শিশুদের ব্যবহার করা যাবে না ৷

ECI
ECI

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 4:48 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কিত কোনও কাজে ব্যবহার করা যাবে না শিশুদের । সোমবার এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন । কমিশনের তরফে দেওয়া নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে এই বিষয় তারা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে ।

এই নির্দেশিকা অনুসারে ভোট প্রচারে কোনও শিশু মিছিলে সামিল হতে পারবে না । প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না । শিশুদের দিয়ে পোস্টার বা প্রচারপত্র বিতরণ করানো যাবে না । স্লোগান দেওয়ানো যাবে না । নির্বাচনী বৈঠকে শিশুদের নিয়ে যাওয়া যাবে না । নির্বাচনী প্রচারের সময় শিশুদের কোলে নিয়ে বা রাজনৈতিক দলের কোনও গাড়িতে শিশুদের নিয়ে যাওয়া যাবে না । ঠিক একইভাবে নির্বাচনী প্রচারের সভা বা বৈঠকে শিশুদের দিয়ে গান, কবিতা আবৃত্তি করানো যাবে না ।

নির্দেশিকায় আরও বলা হয়েছে যে প্রতিটি রাজনৈতিক দলকে 1986 সালের শিশুশ্রম প্রতিরোধ আইন মেনে চলতে হবে এবং 2016 সালের শিশু শ্রমিক আইন মেনে চলতে হবে । এই বিষয়ে 2014 সালের বম্বে হাইকোর্টে হওয়া একটি জনস্বার্থ মামলার রায়ের কথা উল্লেখ করা হয়েছে এই নির্দেশিকায় । তাই নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যদি এই নির্দেশ পালন করা না হয়, তাহলে সেক্ষেত্রে অভিযুক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করবে ভারতের নির্বাচন কমিশন ।

যদিও নির্দেশিকায় বলা হয়েছে যে কোনও রাজনৈতিক সভায় কোনও শিশু তার বাবা বা মায়ের সঙ্গে আসে, সেই ক্ষেত্রে নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবে সেই শিশুকে গণ্য করা হবে না এবং তাতে কোনও বাধা থাকবে না ।

প্রসঙ্গত, বিভিন্ন সময় নির্বাচনী প্রচার ও নির্বাচন সম্পর্কিত একাধিক কাজে শিশুদের জড়িত থাকার অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন । তাই এবার নির্ঘণ্ট প্রকাশের আগেই আবার নতুন করে নির্দেশিকা জারি করে প্রত্যেক রাজনৈতিক দলকে সতর্ক করল জাতীয় নির্বাচন কমিশন ।

আরও পড়ুন:

  1. নিয়মের ব্যতিক্রম, লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে সিআরপিএফ
  2. লোকসভা ভোট কি 16 এপ্রিল, উত্তর দিতে বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন
  3. সজাগ কমিশন, ভোটকর্মীদের নিরাপত্তায় একাধিক পদক্ষেপ

ABOUT THE AUTHOR

...view details