কলকাতা, 20 মার্চ: রোগীদের পরিষেবা দেওয়া বন্ধ করে অ্যাম্বুলেন্সকে ফ্লাইং স্কোয়াডের কাজে লাগানোয় প্রশ্নের মুখে নির্বাচন কমিশন ৷ অ্যাম্বুলেন্সের গায়ে ইতিমধ্যেই লাগানো হয়েছে ক্যামোফ্লাজ । তাতে বড় বড় হরফে লেখা রয়েছে, 'এমসিসিএফএসটি' । জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে ধূপগুড়ি এলাকায় ফ্লাইং স্কোয়াডের কাজে ব্যবহার করা হচ্ছে এই অ্যাম্বুলেন্স । বুধবার এমনই অভিযোগ উঠল ।
জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি অ্যাম্বুলেন্স গত কয়েকবছর আগে পরিষেবার কাজের জন্য দেওয়া হয়েছিল । কোভিডের সময় সেটি ধূপগুড়ি ব্লক অফিসে আনা হয় । তৎকালীন বিধায়ক মিতালী রায়ের উদ্যোগে এই অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল গ্রাম পঞ্চায়েতকে । যেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 1095 ডায়ালেই 100 মিনিটেই সমস্ত অভিযোগের সমাধান করা হবে । সেই নির্বাচনের কাজে ফ্লাইং স্কোয়াডে ব্যবহার অ্যাম্বুলেন্স ছুটবে পরিষেবা দিতে ।