পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দৃষ্টিশক্তিহীন ভোটারদের বিশেষ স্লিপ ছাপা হচ্ছে বাংলায়, জানুন বিশদে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

BRAILLE VOTER SLIP: যে ভোটারদের দৃষ্টি নেই, তাঁরা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন কী করে ? তাঁদের কথা ভেবে পৃথক ব্যবস্থা নিল নির্বাচন কমিশন ৷ দেশের কয়েকটি রাজ্যে চালু হয়েছে ব্রেইল ভোটার ইনফরমেশন স্লিপ পরিষেবা । এই স্লিপ ছাপা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাপাখানায় ৷ এই স্লিপের মাধ্যমে কীভাবে ভোট দেবেন দৃষ্টিহীন ভোটার ?

Braille Voter Slip for blind voters
অন্ধ ভোটারদের জন্য ব্রেইল ভোটার ইনফরমেশন স্লিপ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 11:58 AM IST

Updated : May 12, 2024, 12:12 PM IST

দৃষ্টিহীনদের জন্য ব্রেইল ভোটার ইনফরমেশন স্লিপ ছাপা হচ্ছে রাজ্যে (ইটিভি ভারত)

কলকাতা, 12 মে: দেখতে না পেলেও, দৃষ্টিহীনদের ভোট দেওয়ার অধিকার আছে ৷ তবে তাঁরা আর পাঁচজনের মতো দেখে ভোট দিতে পারেন না ৷ এই ভোটারদের কথা ভেবে দেশে এই প্রথম বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন ৷ কয়েকটি রাজ্যে চালু হয়েছে ব্রেইল ভোটার ইনফরমেশন স্লিপ পরিষেবা । কমিশনের সঙ্গে এই যৌথ উদ্যোগে সামিল রাজ্যের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির রিজিওনাল ব্রেইল প্রেস ৷

পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেইল ভোটার স্লিপ ও ব্রেইল ডামি ব্যালট ছাপার কাজ চলছে এখানে । রাজ্যে 23টি লোকসভা কেন্দ্রের জন্য 44 হাজার 586 গুলি ভোটার ইনফরমেশন স্লিপ ও 51 হাজার 981 গ্রিল কালেকশন ছাপা হচ্ছে । ত্রিপুরার জন্য 7 হাজার 368টি ব্রেইল ব্যালট এবং 3 হাজার 369 টি ভোটার ইনফরমেশন স্লিপ ছাপা হচ্ছে । নরওয়ের তৈরি অত্যাধুনিক ব্রেইল মেশিনে ছাপা হচ্ছে এই স্লিপ ।

ভোটার ইনফরমেশন স্লিপ কী ?এই ডামি ব্যালট প্রিসাইডিং অফিসারের কাছে রাখা থাকবে ৷ ইভিএম মেশিনে যেভাবে প্রার্থীদের নাম ও তাঁদের দলীয় চিহ্ন দেওয়া থাকে, ঠিক একইভাবে ব্রেইল ডামি পেপারেও তা ছাপা রয়েছে । সেই পেপারের উপরে আঙুল বুলিয়ে প্রার্থীর স্থান এবং দলীয় চিহ্ন সম্পর্কে বুঝতে পারবেন একজন দৃষ্টিহীন ভোটার ৷ এরপর তিনি ইভিএম মেশিনের সামনে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন অনায়াসে ৷

ভোট গ্রহণের দু-একদিন আগে বিভিন্ন দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ইনফরমেশন স্লিপ পৌঁছে দেওয়া হয় । এই স্লিপে ভোটারের নাম, পার্ট নম্বর, বুথ নম্বর, এপিক নম্বর, সিরিয়াল নম্বর, জেন্ডার ইত্যাদি লেখা থাকে । ভোটের দিন অন্য তথ্যের সঙ্গে এই স্লিপটি নিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে দেখাতে হয় । এই তথ্য ব্রেইল ভোটার ইনফরমেশন স্লিপেও থাকবে ৷ তবে দৃষ্টিহীন ভোটারদের জন্য এই স্লিপে বাড়তি একটি অংশ থাকছে ৷ তাতে সম্পূর্ণ ভোটদানের নিয়ম এবং নির্বাচন সম্পর্কিত অন্য বিবরণ দেওয়া থাকবে ।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির রিজিওনাল প্রেসের ম্যানেজার অরূপ চট্টোপাধ্যায় বলেন, "দৃষ্টিহীন ভোটারদের কথা ভেবে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক । সমাজে অনেক ক্ষেত্রেই তাঁদের ব্রাত্য করে রাখা হয় ৷ কিন্তু এবার তাঁদের কথা মাথায় রেখে কমিশনের গৃহীত এই পদক্ষেপ শুধু দৃষ্টিহীন ভোটার নয়, অন্য বিশেষভাবে সক্ষম ভোটাররাও বেশ উৎসাহিত ।"

তিনি আরও জানান বাড়ির সকলে ভোটের আগের দিন ভোটার স্লিপ পেয়ে যান, কিন্তু দৃষ্টিহীন হওয়ায় সেই ভোটারের জন্য তা আসে না ৷ এবার আর তা হবে না ৷ দৃষ্টিহীন ভোটার নিজের নামের ভোটার স্লিপ পাবেন ৷ কমিশনের তরফে ব্যবস্থা করা হলেও অনেক ক্ষেত্রে দৃষ্টিহীন ভোটাররা ব্রেইল ব্যালট দেখতে চাইলে প্রিসাইডিং অফিসার সেই বিষয়ে অনীহা দেখিয়ে থাকেন ৷

প্রেসের ম্যানেজার এই প্রসঙ্গে জানান, মুখ্য নির্বাচনী অধিকারিকের সঙ্গে বৈঠকের সময় এই বিষয়টি তিনি জানিয়েছেন ৷ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ আক্ষেপের সুরে বলেন, "দৃষ্টিহীন ভোটাররা যাতে কারও সাহায্য ছাড়া নিজের ভোট নিজে দিতে পারেন, সেই জন্যে এমন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন । তবে কয়েকজন প্রিসাইডিং অফিসার দৃষ্টিহীন ভোটারদের বিষয়ে খুব একটা সচেতন নন ৷ এর আগেও বেশ কয়েকবার জাতীয় নির্বাচন কমিশনকে এই বিষয়ে নজর দেওয়ার আবেদন জানানো হয়েছে ।" তিনি জানান, লোকসভা নির্বাচনে যদি এই ব্যবস্থায় সাফল্য আসে, তবে অন্য নির্বাচনের ক্ষেত্রেও এই পদ্ধতি শুরু করার দাবি জানানো হবে ।

দৃষ্টিহীনদের পাশাপাশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন ৷ শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁরা ভোটের যে কোনও কাজে সক্ষম ৷ এই বার্তা দিতে এবার প্রতি রাজ্যে তাঁদের দ্বারা পরিচালিত বুথ তৈরি হয়েছে ৷ একইভাবে দৃষ্টিহীন ভোটাররা যাতে কারও সাহায্য ছাড়া নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তার জন্য এই ব্রেইল ভোটার ইনফরমেশন স্লিপ এবং ডামি ব্রেইল ব্যালট তৈরি করা হয়েছে ৷

আরও পড়ুন:

Last Updated : May 12, 2024, 12:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details