কলকাতা, 26 অক্টোবর: দুর্গাপুজোর রেশ কাটিয়ে এবার কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে ৷ আর কয়েকদিন পরেই দীপাবলিতে মেতে উঠবে বাংলা ৷ সঙ্গে রয়েছে ভাইফোঁটা ৷ এরপর আবার রয়েছে ছট পুজো । তাই টানা উৎসবের মরশুমে আবারও বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল ।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, বছরের শেষের দিকে বিশেষ করে কালীপুজো ও দীপাবলির সময় যাত্রী ভিড় সামাল দিতে শিয়ালদা শাখায় আটটি বিশেষ লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল ৷
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের বক্তব্য (ইটিভি ভারত) তিনি আরও জানান, বিশেষত বারাসত ও রানাঘাটে প্রতিমা দর্শনের কথা মাথায় রেখে চালানো হবে ট্রেনগুলি ৷ আগামী 31 অক্টোবর ও 1 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার অতিরিক্ত এই ট্রেনগুলি পরিষেবা দেবে । এই বিশেষ ট্রেনগুলো রুটের প্রতিটি স্টেশনে থামবে ।
বিশেষ ট্রেনগুলির তালিকা একনজরে:
শিয়ালদা-ডানকুনি লোকাল স্পেশাল:31 অক্টোবর রাত 11টা 30 মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে 1 নভেম্বর রাত 12টা 15 মিনিটে ডানকুনি পৌঁছবে এবং একইভাবে ডানকুনি থেকে রাত 12টা 25 মিনিটে ছেড়ে রাত 1টা 5 মিনিটে শিয়ালদায় পৌঁছবে ।
শিয়ালদা-বারাসত লোকাল স্পেশাল: শিয়ালদা থেকে রাত 12টা 10 মিনিটে ছেড়ে 1 নভেম্বর রাত 12টা 55 মিনিটে বারাসত পৌঁছবে এবং ঠিক একইভাবে বারাসত থেকে রাত 1টা 10 মিনিটে ছেড়ে রাত 1টা 55 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।
শিয়ালদা-রানাঘাট লোকাল স্পেশাল: শিয়ালদা থেকে রাত 12টা 40 মিনিটে ছেড়ে 1 নভেম্বর রাত 2টো 30 মিনিট রানাঘাট পৌঁছবে এবং একইভাবে 31 অক্টোবর রাত 11টা 45 মিনিটে রানাঘাট থেকে ছেড়ে রাত 1টা 40 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।
শিয়ালদা-বারুইপুর লোকাল স্পেশাল: শিয়ালদা থেকে রাত 12টা 30 মিনিট ছেড়ে 1 নভেম্বর রাত 1টা 15 মিনিটে বারুইপুর পৌঁছবে এবং বারুইপুর থেকে রাত 1টা 25 মিনিটে ছেড়ে রাত 2টো 10 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।
শিয়ালদা ডিভিশনে 31 অক্টোবর সপ্তাহের অন্যান্যদিনের মতো সব ট্রেন চলবে ৷ এই ট্রেনগুলো হল্ট এবং ফ্ল্যাগ স্টেশনের পাশাপাশি বাকি স্টেশনেও থামবে বলে জানিয়েছে পূর্ব রেল ।