হাওড়া, 14 অগস্ট: স্বাধীনতার আগের দিন দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস পালন করল পূর্বরেল । দেশভাগের পরবর্তীতে দেশবাসীর মনে এর করুণ প্রভাব তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হল বুধবার । দেশভাগের দরুণ প্রভাবিত লক্ষ লক্ষ মানুষের যন্ত্রণা, যন্ত্রণা ও বেদনাকে আলোকিত করতে দেশভাগের ভয়াবহ স্মরণ দিবসের পরিকল্পনা করা হয়েছে বলেই পূর্বরেল সূত্রে খবর ।
প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন স্টেশনে দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস উদযাপন (ইটিভি ভারত) এদিন পূর্বরেলের শিয়ালদা বিভাগের রানাঘাট, শিয়ালদা ; আসানসোল বিভাগের আসানসোল, দুর্গাপুর; মালদা বিভাগের ভাগলপুর, জামালপুর, শিবাজীগঞ্জ, মালদা টাউন স্টেশন-সহ হাওড়া বিভাগের হাওড়া ও বর্ধমান স্টেশনে দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবসের প্রদর্শনী প্রদর্শিত হয় । এই প্রদর্শনী উপলক্ষে হাওড়া স্টেশনের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রয়াত প্রিয়নাথ কর্মকার রায়ের স্ত্রী মাধবী কর্মকার-সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামী ও বর্ধমান স্টেশনে উপস্থিত ছিলেন আরেক প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী প্রবতী গঙ্গোপাধ্যায়-সহ একাধিক স্বাধীনতা সংগ্রামী ৷
বিভিন্ন স্টেশনে দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস উদযাপন (ইটিভি ভারত) দেশভাগের ফলে 10 থেকে 20 লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছিলেন । বিভিন্ন সংঘর্ষে লক্ষাধিক মানুষের মৃত্যু হয় । 2021 সালের 14 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে, 14 অগস্ট 1947 সালে দেশভাগের সময় ভারতীয়দের দুর্ভোগ এবং ত্যাগের কথা জাতিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর দেশভাগের ভয়াবহতা আলাদা দিবস হিসাবে স্মরণ করা হবে ।
দেশভাগের সময় বিভক্ত হওয়া এক দেশ থেকে অন্য রাজ্যে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য রেলপথগুলি ব্যাপকভাবে ব্যবহার হয়েছিল । দুঃস্থ উদ্বাস্তুতে ভরা ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নতুন গন্তব্যের জন্য যাত্রা করা বেশ কয়েকটি ছবি এদিন প্রদর্শন করা হয় । রেল স্টেশনগুলির এই প্রদর্শনীশালাতে ভারত ভাগের সময় গৃহহীনদের ভাঙা হৃদয়ের সাক্ষী হয়ে ঐতিহাসিক গুরুত্বের জায়গা হিসাবে দেশভাগের ভয়াবহ স্মরণ দিবসের প্রকৃত চেতনার প্রতিফলন করছে বলেই জানিয়েছে পূর্বরেল ।