হাওড়া, 8 মার্চ:শিবরাত্রিতে যাত্রীর চাপ সামলাতে বিশেষ ট্রেন পরিষেবা পূর্বরেলের ৷ শুক্র ও শনিবার একজোড়া বিশেষ ট্রেন চলছে হাওড়া-তারকেশ্বরের মধ্যে ৷ এই ইএমইউ ট্রেনগুলি সমস্ত স্টেশনে থামবে বলে জানানো হয়েছে পূর্বরেলের পক্ষ থেকে ৷
তারকেশ্বরের শিবরাত্রি মেলা বাংলার বৈচিত্র্যময় ধর্ম-সংস্কৃতির এক উৎকৃষ্ট নিদর্শন। এই ব্রত পালনের জন্য তারকেশ্বর ধামে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের আগমন ঘটে ৷ মহাদেবকে সন্তুষ্ট করে তাঁর কৃপালাভের আশায় দূর-দুরান্ত থেকে ভক্তরা ভিড় করেন তারকেশ্বর মন্দিরে ৷ তাই বিশেষ ট্রেন ঘোষণা করে যাত্রীদের স্বাচ্ছান্দ্য দিতে এই উদ্যোগ পূর্ব রেলের ৷
পূর্ব রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এই দুই দিন হাওড়া-তারকেশ্বর ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে দুপুর 2টো 45 মিনিটে ছেড়ে বিকেল 4টে 14 মিনিটে তারকেশ্বর পৌঁছবে। পাশাপাশি তারকেশ্বর–হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেন তারকেশ্বর থেকে বিকাল 4টে 40 মিনিটে ছেড়ে সন্ধ্যা 6টা 15 মিনিটে হাওড়া পৌঁছবে।
পাশাপাশি, হোলি উপলক্ষ্যে বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করেছে পূর্বরেল ৷ ভ্রমণপিপাসু বাঙালির কাছে ছুটি মানেই ঘর ছেড়ে বেরিয়ে পড়া ৷ যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে দু’টি হোলি স্পেশাল হাওড়া-রক্সৌল এবং হাওড়া-বেনারস ট্রেন ঘোষণা করেছে পূর্ব রেল ৷
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, 23 মার্চ শুক্রবার রাত্রি 11টায় ছাড়বে 03043 হাওড়া-রক্সৌল ট্রেন ৷ পরদিন, 24 মার্চ দুপুর 2টো 15 মিনিটে রক্সৌল পৌঁছবে ৷ 03044 রক্সৌল-হাওড়া হোলি স্পেশাল ট্রেনটি 23 মার্চ শনিবার বিকেল 4টে 55 মিনিটে রক্সৌল থেকে ছাড়বে ৷ রবিবার (24 মার্চ) সকাল 8টা 30 মিনিটে হাওড়া পৌঁছবে ৷ ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল, বর্ধমান, খানা জংশন, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জেসিডি স্টেশনে দাঁড়াবে ।
এছাড়া 02371 হাওড়া-বেনারস হোলি স্পেশাল 23 মার্চ শনিবার সকাল 4টা 15 মিনিটে ছাড়বে হাওড়া থেকে । ট্রেনটি এদিন রাত্রি 10টা 45 মিনিটে বেনারস পৌঁছবে । 02372 বেনারস-হাওড়া হোলি স্পেশাল ট্রেন বেনারস থেকে 23 মার্চ শনিবার রাত্রি 11টা 5 মিনিটে ছাড়বে । ট্রেনটি হাওড়া পৌঁছবে 24 মার্চ অর্থাৎ রবিবার দুপুর 12টা 20 মিনিটে । দু’টি রুটের ট্রেনে জেনারেল ক্লাস, স্লিপার ক্লাস এবং বাতানকুল কামরা থাকবে।
আরও পড়ুন:
- শিবরাত্রিতে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল হাওয়া অফিস
- এক ধাক্কায় 100 টাকা কমল রান্নার গ্যাসের দাম, ঘোষণা প্রধানমন্ত্রীর
- শিবরাত্রির নিয়ম ও নির্ঘণ্ট, জেনে নিন কোন সময় পুজো দিলে সন্তুষ্ট হবেন মহাদেব