পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে কেঁচো ! শিশুদের স্কুলে পাঠাবেন না অভিভাবকরা - EARTHWORM IN ICDS FOOD

শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়া খাবারে মিলল কেঁচো ৷ প্রতিবাদে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷

Earthworm found in children food
অঙ্গনওয়াড়ির দেওয়া খাবারে কেঁচো (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2025, 4:13 PM IST

দুর্গাপুর, 17 জানুয়ারি: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়া খিচুড়িতে ভাসছে কেঁচো ! শিশুর পাতে কেঁচো সমেত সেই খাবার পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা ৷ শুক্রবার সকালে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া ডাঙ্গাপাড়ার ঘটনা ৷

এখানে 170 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একশোরও বেশি শিশু এবং গর্ভবতী মহিলা আছেন ৷ এলাকাবাসীর অভিযোগ, শিশু ও গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাদ্য বরাদ্দ থাকলেও সঠিকভাবে রান্না হয় না ৷ শুক্রবার সকালে একটি শিশুর পাতে খিচুড়ি ও ডিমের সঙ্গে কেঁচো পড়ে থাকতে দেখা যায় ।

দুর্গাপুরের জেমুয়াতে অঙ্গনওয়াড়ির দেওয়া খাবারে কেঁচো (ইটিভি ভারত)

শিশুর মা নাজমা বিবির অভিযোগ, "আমার সন্তানের পাতে খিচুড়ির সঙ্গে একটি কেঁচো পড়েছিল ৷ আমি দেখামাত্রই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাই ৷ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মী আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন ৷ এই ঘটনার কথা আমার কাছ থেকে এলাকাবাসীরা জানতে পারে ৷ তখন তাঁরাও আমার সঙ্গে প্রতিবাদে নামে ৷ আমার শিশু-সহ আরও বেশ কয়েকটি শিশু বমিও করেছে ৷ এর আগেও একাধিকবার এই একই ঘটনা ঘটেছে ৷ শুধু কেঁচোই নয়, শুঁয়োপোকা থেকে অন্য সমস্ত পোকামাকড়ও হামেশাই খাবারে পড়ে থাকে । আমরা প্রতিবাদ করলে আমাদেরকে হুমকিও দেওয়া হয় ৷"

যদিও জেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সপ্তসতী সেন বলেন, "এই ধরনের ঘটনা কখনও কাম্য নয় ৷ আমরা বিষয়টি ব্লক প্রশাসনের আধিকারিকদের জানাব ৷ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে ৷" বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "যেখানে শিশু আর গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার কথা সেখানে এই হাল ! তারাই খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে ৷ দেখার কেউ নেই ৷ আমরা তীব্র প্রতিবাদ করছি ৷ দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা আন্দোলনে নামব ৷"

ABOUT THE AUTHOR

...view details