জলপাইগুড়ি/মেদিনীপুর: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের মৃত্যুর পর এবার তটস্থ বনবিভাগ । জলপাইগুড়ির জঙ্গল সংলগ্ন রাস্তায় যাতে কোনও ভাবেই বন্যপ্রাণী না বেরোয়, সেই কারণে চলল টহলদারি ৷ একই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে ৷ ঐরাবত গাড়ির প্রহরার সঙ্গে মাইকিং এবং হুলাপার্টিদের সতর্কতায় মাধ্যমিক পরীক্ষার্থীরা নিরাপদে পৌঁছল পরীক্ষাকেন্দ্রে ৷
এ দিন, জঙ্গল সংলগ্ন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বনবিভাগের গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ৷ গতবছর জলপাইগুড়ির মহারাজ ঘাট এলাকায় বৈকুন্ঠপুর হাতির হানায় মাধ্যমিকের ছাত্রের মৃত্যু হয়। এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা-সহ জঙ্গল সংলগ্ন এলাকায় ছাত্রছাত্রীদের বনবিভাগের গাড়িতে ও বাড়তি গাড়ি দিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় । জেলায় 10টি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস-সহ বনবিভাগের ও পুলিশের গাড়িতেও পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ।
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো নয় ৷ সাতসকালে পরীক্ষার্থীদের জন্য ই-রিক্সা নিয়ে পৌঁছে যান গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী সনেকা রায়। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতেই ফ্রি ই-রিক্সা পরিষেবা দেওয়া হয় । জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে কুকুরযান উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের পরীক্ষাকেন্দ্র পড়েছে সদর ব্লকের বাহাদুর ঠুটা পাকুরি হাইস্কুলে l গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যা সনেকা রায় তাদের 9 কিমি বিনামূল্যে ই-রিক্সা পরিষেবা দেন । এ দিন ছাত্রদের হাতে কলমও তুলে দেওয়া হয় ।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার 15টি বিধানসভার মধ্যে শালবনি, গড়বেতা, চাঁদড়া, ধেড়ুয়ার কিছুটা অংশ হাতি উপদ্রুত এলাকা । তাই আগেই বৈঠক সেরেছেন জেলাশাসক ও বন আধিকারিকরা । সেই নির্দেশ মতো এ দিন ভোর থেকেই চলল প্রহরা । মাধ্যমিক পরীক্ষার্থীর গাড়িগুলোকে এসকর্ট করে প্রহরার মধ্যে নিয়ে গেল ঐরাবত গাড়ি । এরই সঙ্গে এলাকায় এলাকায় চলে মাইকিং ৷ প্রহরার ব্যবস্থা রাখা হয়েছে রাত পর্যন্ত যতক্ষণ না পরীক্ষার্থীরা বাড়ি ফিরে যাচ্ছে ৷ এই প্রহরা শুধু মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিকেও দেওয়া হবে বলে জানিয়েছে বনদফতরের কর্মীরা ৷