পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্যায় ভেসে আসা কাঠামোতে স্বপ্নাদেশে দুর্গা আরাধনা মণ্ডল বাড়িতে - Durga Puja 2024 - DURGA PUJA 2024

350 বছর আগে স্বপ্নাদেশে পুজো শুরু করেছিলেন তৎকালীন জমিদার ৷ সেই থেকে পুজো চলছে মণ্ডল বাড়িতে ৷ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷

Parulia Zamindar Bari Durga Puja
350 বছরের পুরনো পুজো পারুলিয়ার মণ্ডলবাড়িতে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2024, 6:35 PM IST

Updated : Oct 4, 2024, 7:33 PM IST

পারুলিয়া (দক্ষিণ 24 পরগনা), 4 অক্টোবর: প্রায় 350 বছর আগের কথা । 1081 বঙ্গাব্দ অবিভক্ত 24 পরগনার অন্তর্গত ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা তখন বন্যার ফলে জলের তলায় চলে গিয়েছে । বন্যার জলে ডায়মন্ড হারবারের পারুলিয়া গ্রামের মণ্ডলদের জমিদারবাড়িতেও জল থই থই অবস্থা ৷ বন্যার জলে বাড়ির দালানে ভেসে আসে পেল্লাই মাপের একখণ্ড কাঠ ৷ সেদিন রাতেই মণ্ডল পরিবারের তৎকালীন বংশধর জমিদার কালীকুমার মণ্ডলের স্বপ্নাদেশ পান যে, বাড়িতে ভেসে আসা কাঠেই কাঠামো তৈরি করে মায়ের পুজো শুরু করতে হবে ৷ তখন থেকেই জমিদারবাড়িতে শুরু হয় দুর্গাপুজো ৷

অবিভক্ত 24 পরগনার ডায়মন্ড হারবারে তৎকালীন জমিদার ছিলেন কালীকুমার মণ্ডল । কলকাতার চেতলায় গঙ্গাপাড়ে ছিল মণ্ডলদের বিশাল বাড়ি, মন্দির । গঙ্গাসাগর থেকে রায়দিঘি, ফলতা, ডায়মন্ড হারবার-সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল তাদের জমিদারি । পুজো উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে প্রজারা আসেন জমিদারবাড়িতে । পুজোর ক'টা দিন আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় জমান মণ্ডল বাড়ির দুর্গাপুজোতে ।

পারুলিয়ার জমিদারবাড়ির পুজোর ইতিহাস (ইটিভি ভারত)

জমিদার বাড়ির সামনেই রয়েছে পালকি ঘর ৷ দুর্গাদালানের একদিকে ছিল গোপন রাস্তা ৷ জানা যায়, তৎকালীন সময়ে বাড়ির মহিলারা সেভাবে বাইরে বের হতেন না । সেই গোপন রাস্তা দিয়ে এসে মায়ের আরাধনা করতেন তাঁরা । এখন সেসব অতীত । ভেঙে পড়েছে চারিদিকের দালান । জমিদারি প্রথার অবলুপ্তির পর হারিয়েছে পুজোর জৌলুস ৷ তবে আজও রীতি মেনে মা দুর্গার আরাধনা করে আসছেন মণ্ডল পরিবারের সদস্যরা ।

পরিবারের প্রবীণ সদস্য ঊষারানি মণ্ডল জানান, পুজোর আয়োজন কমলেও 350 বছর আগে স্বপ্নাদেশ অনুযায়ী শুরু হওয়া উমার আরাধনা বন্ধ হয়নি । কথিত আছে, স্বপ্নাদেশেই বলা ছিল পুজো বন্ধ করলেই পরিবারে ঘনিয়ে আসবে ভয়ঙ্কর বিপদ । তাই বর্তমানে পরিবারের চার শরিকের প্রতি শরিক এক একবার পালা করে পুজোর দায়িত্ব নেয় । সে কারণেই জৌলুস অনেক কমলেও রীতি মেনে পুজোর আয়োজনে ভাটা পড়েনি আজও । তবে ভেসে আসা সেই প্রাচীন কাঠামো অনেক আগেই নষ্ট হয়েছে । তৈরি হয়েছে নতুন কাঠামো । সেই কাঠামোরও বয়স পেরিয়েছে নয় নয় করে অনেকগুলো বছর । ওই কাঠামোতেই তৈরি হয় প্রতিমা ৷ দুর্গাপুজার সময় ছাড়াও সারাবছর দুর্গা দালানে দু'বেলা পুজো দিতে হয় পরিবারের সদস্যদের ৷

Last Updated : Oct 4, 2024, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details