শিলিগুড়ি, 17 জানুয়ারি: পুলিশের চোখে ধুলো দিতে মাদক পাচারে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে মহিলাদের। আর মহিলাদের হাতিয়ার করে শিলিগুড়ি করিডোর দিয়ে মাদক পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। শিলিগুড়িতে পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ প্রচেষ্টায় দুটি পৃথক অভিযানে তিন মহিলা-সহ গ্রেফতার 6 পাচারকারী।
উদ্ধার দেড় কোটির মাদক ৷ মহিলাদের মাদক পাচারে ও মাদক বিক্রিতে ব্যবহার করায় উদ্বেগে পুলিশ প্রশাসন। এই বিষয়ে শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং বলেন, "দুটি অভিযানে 6 পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ শিলিগুড়িতে মাদক পাচারের ছক ছিল। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মাঝরাতে প্রথম অভিযানে প্রায় 600 গ্রাম ব্রাউন সুগার সমেত চার জনকে গ্রেফতার করে পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানার পুলিশ যৌথ অভিযান চালায়। পাচারকারীদের পরিকল্পনা ছিল মালদা থেকে ওই ব্রাউন সুগার এনে শিলিগুড়িকে করিডোর করে কোচবিহারে পাচার করা। তবে তার মাঝে হাতবদলের পরিকল্পনা ছিল পাচারকাারীদের। কিন্তু তার আগেই এক মহিলা-সহ চার জন গ্রেফতার করে এসওজি ও এনজেপি থানার পুলিশ।