কলকাতা, 20 জানুয়ারি: খুশি নয় চিকিৎসক সমাজ, আন্দোলনের তীব্রতা আরও বাড়বে, শিয়ালদা আদালত সাজা ঘোষণার পর এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন সিনিয়র থেকে জুনিয়র চিকিৎসকরা । আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালত ৷ আদালত চত্বরে দাঁড়িয়েই এই রায়ে ক্ষোভ প্রকাশ করেন সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা । শিয়ালদা আদালত চত্বর থেকে মৌলালী পর্যন্ত তাঁরা একটি মিছিলও করেন ৷
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য চিকিৎসক পূণ্যব্রত গুণ এদিন বলেন, "আমরা একদমই সন্তুষ্ট নই । যদি ফাঁসির সাজা বলা হত, তাতেও আমরা সন্তুষ্ট হতাম না । কারণ এখানে একা সঞ্জয় নয়, আরও অনেকে যুক্ত আছে ।" ওই সংগঠনেরই চিকিৎসক রাজীব পাণ্ডে বলেন, "আমরা একদমই সন্তুষ্ট নই কারণ এমন নৃশংস কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড কোনও শাস্তি নয় । আমাদের লড়াই চলবে ।"
অন্যদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তনী চিকিৎসক তাপস প্রামাণিক বলেন, "আমরা সম্পূর্ণ খুশি নই । আমরা সেদিন খুশি হব যেদিন বাকি অপরাধীরাও ধরা পড়বে । তার সঙ্গে ফাঁসির সাজা শোনানো হবে ।" মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক চিকিৎসক বিপ্লব চন্দ্রের কথায়, "এটা বিচারের নামে প্রহসন । মূল চক্রী কারা ? এই ঘটনার মোটিভ কী, তা বের করতে হবে । আমরা হতাশ । আমাদের এই আন্দোলন চলবে ।"