কলকাতা, 2 অক্টোবর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের । তাঁদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে সমানভাবে প্রতিবাদ করছেন সিনিয়র চিকিৎসকরাও । তাই পুজোর পাঁচ দিন তাঁরা একাধিক কর্মসূচি রেখেছেন । জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর তরফে পুজোর পাঁচ দিন অবস্থান মঞ্চ তৈরি করা হবে । সেখানেই হবে ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ ।
এই নিয়ে চিকিৎসক তমোনাশ চৌধুরী ইটিভি ভারতকে বলেন, "আমরা শ্যামবাজার একটি অবস্থান মঞ্চ করব । সেখানে পুজোর পাঁচ দিন আমরা অবস্থান করব । ওই মঞ্চে আমাদের ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চলবে । তার পাশাপাশি বিনামূল্যে প্রাথমিক রোগী পরিষেবা দেব আমরা ।" তবে শুধু শ্যামবাজার নয়, সোদপুরেও এমন একটি মঞ্চ করার পরিকল্পনা নিচ্ছেন সিনিয়র চিকিৎসকরা ।
চিকিৎসক তমোনাশ চৌধুরীর বক্তব্য (ইটিভি ভারত) আজ (বুধবার) মহালয়া ৷ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হল ৷ পুজোর বাদ্যি বেজে গেল শহরজুড়ে । আলোর রোশনাইতে সেজে উঠতে শুরু করেছে মহানগর । তবে এ বছর শহর সাজলেও তাতে রয়েছে প্রতিবাদের রং । আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন বহু মানুষ । তাদের গলায় একটাই দাবি, আরজি করের নির্যাতিতার ন্যায়বিচার । এই ন্যয়বিচারের দাবিতে মহালয়ার আগের রাতে মহামিছিলের সাক্ষী থাকল কলকাতা ।
দুর্গাপুজোও চলবে তাঁদের অবস্থান (নিজস্ব ছবি) অন্যদিকে মঙ্গলবার থেকে পুনরায় কর্মবিরতিতে বসেছেন জুনিয়র ডাক্তাররা । পুজোর সময়েও তাদের কর্মবিরতি জারি থাকবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত সিদ্ধান্ত জানাননি তাঁরা । এমনকী পুজোতে তাঁদের কী কী কর্মসূচি থাকছে, সেই বিষয়েও সুস্পষ্টভাবে কিছু জানানো হয়নি । কারণ, এই বিষয়ে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেছেন, "আমরা এখনও পর্যন্ত আজকের মহামিছিল ও মহাসমাবেশ নিয়ে পরিকল্পনা নিয়েছি । আজকের পর একটি বৈঠকে বসব । সেখানে পরবর্তী পদক্ষেপ, পুজোতে কী হবে তা আলোচনা হবে ।"
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকেরা (নিজস্ব ছবি)