কলকাতা, 8 নভেম্বর: এবার থেকে স্বাস্থ্য ভবনে প্রবেশ করতে গেলে লাগবে বিশেষ চিরকুট । সেই চিরকুটে অনুমতি না-থাকলে স্বাস্থ্য ভবনে প্রবেশ করা যাবে না ৷ এমনই নির্দেশ দিয়েছেন স্পেশাল সেক্রেটারি মেডিক্যাল এডুকেশন । হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সব জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর । যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক । অনুমতি ছাড়া কেন স্বাস্থ্য ভবনে প্রবেশ নিষিদ্ধ হবে, সেই প্রশ্ন তুলেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন ।
সূত্রের খবর, বিশেষ সচিব (স্বাস্থ্য শিক্ষা) হোয়াটসঅ্যাপের বার্তায় বলেছেন, এবার থেকে স্বাস্থ্য ভবনের ভিতরে জুনিয়র অথবা সিনিয়র চিকিৎসকদের আসতে হলে অধ্যক্ষ কিংবা উপাধ্যক্ষের অনুমতি নিয়ে আসতে হবে । একটি চিরকুটের মাধ্যমে সেই অনুমতি দেখাতে হবে । তবেই স্বাস্থ্য ভবনের ভিতরে প্রবেশ অধিকার থাকবে । জানা গিয়েছে, ওই মেসেজে বলা হয়েছে যে, বহু চিকিৎসক তাঁদের মর্জি মতো যখন তখন স্বাস্থ্য ভবনে চলে আসেন । সেই ভিড় আটকাতেই এই নয়া ব্যবস্থা । যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারি কোনও নির্দেশিকা জারি হয়নি ।