পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্য ভবনে প্রবেশে লাগবে চিরকুটে অনুমতি, নয়া নির্দেশে ক্ষুব্ধ চিকিৎসকরা - SWASTHYA BHABAN ORDER

স্বাস্থ্য ভবনে প্রবেশ করতে গেলে এবার থেকে লাগবে চিরকুটে অনুমতি ৷ বিশেষ সচিব (স্বাস্থ্য শিক্ষা)-র এই নির্দেশ নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ ক্ষুব্ধ চিকিৎসকরা ৷

ETV BHARAT
স্বাস্থ্য ভবনে প্রবেশে লাগবে চিরকুটে অনুমতি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 1:00 PM IST

কলকাতা, 8 নভেম্বর: এবার থেকে স্বাস্থ্য ভবনে প্রবেশ করতে গেলে লাগবে বিশেষ চিরকুট । সেই চিরকুটে অনুমতি না-থাকলে স্বাস্থ্য ভবনে প্রবেশ করা যাবে না ৷ এমনই নির্দেশ দিয়েছেন স্পেশাল সেক্রেটারি মেডিক্যাল এডুকেশন । হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সব জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর । যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক । অনুমতি ছাড়া কেন স্বাস্থ্য ভবনে প্রবেশ নিষিদ্ধ হবে, সেই প্রশ্ন তুলেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন ।

সূত্রের খবর, বিশেষ সচিব (স্বাস্থ্য শিক্ষা) হোয়াটসঅ্যাপের বার্তায় বলেছেন, এবার থেকে স্বাস্থ্য ভবনের ভিতরে জুনিয়র অথবা সিনিয়র চিকিৎসকদের আসতে হলে অধ্যক্ষ কিংবা উপাধ্যক্ষের অনুমতি নিয়ে আসতে হবে । একটি চিরকুটের মাধ্যমে সেই অনুমতি দেখাতে হবে । তবেই স্বাস্থ্য ভবনের ভিতরে প্রবেশ অধিকার থাকবে । জানা গিয়েছে, ওই মেসেজে বলা হয়েছে যে, বহু চিকিৎসক তাঁদের মর্জি মতো যখন তখন স্বাস্থ্য ভবনে চলে আসেন । সেই ভিড় আটকাতেই এই নয়া ব্যবস্থা । যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারি কোনও নির্দেশিকা জারি হয়নি ।

তবে এই মেসেজ ভাইরাল হতেই চিকিৎসক সংগঠনদের তরফে শোনা গিয়েছে ক্ষোভের সুর । ডক্টরস হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "স্বাস্থ্য ভবনে যাওয়ার প্রয়োজন পড়বে না, যদি স্বাস্থ্য ভবন সব কাজ ঠিক মতো করে । আমাদের নিজেদের হকের দাবি জানাতে 10 বার চিঠি দিতে হয় স্বাস্থ্য ভবনকে । তাহলে কেন আমি স্বাস্থ্য ভবন যাব না ? সেই জায়গাগুলো আগে ঠিক করা উচিত । নয়তো স্বাস্থ্য ভবন যাওয়ার প্রয়োজন পড়বেই।"

অন্যদিকে মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্র বলেন, "কলেজে কলেজে থ্রেট কালচার চলছে ৷ এটি তারই আরেকটা রূপ । আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে সবার কথাকে প্রাধান্য দিতে হবে । কোনও চিকিৎসক সমস্যায় পড়লে তাঁকে স্বাস্থ্য ভবনেই যেতে হবে । সেখানে যদি বাধা পাই, তাহলে কাকে বলব ?"

ABOUT THE AUTHOR

...view details