পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডবল লাইনের কাজের জন্য যাত্রাপথ পরিবর্তন একাধিক ট্রেনের - North East Frontier Railway

Diversion of Trains: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রাঙ্গিয়া ডিভিশনের ডবল লাইনের কাজের জন্য বেশ কিছু ট্রেনের যাত্রা পথ পরিবর্তন হয়েছে ৷

Diversion of Trains
ট্রেনের সময় সূচি পরিবর্তন

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 4:39 PM IST

কলকাতা, 8 মার্চ:শুরু হয়ে গিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রাঙ্গিয়া ডিভিশনের বাইহাটা-চাংসারি সেকশনে ডবল লাইনের কমিশনিং-এর কাজ ৷ ডবল লাইনের কাজ সম্পূর্ণ হলেই, চলতি মাসের 20 তারিখে ওই অংশের পরিদর্শনে আসবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। দ্রুত কাজ শেষ করতে একাধিক ট্রেনের সূচি এবং যাত্রা পথ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

যে সকল ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে সেগুলির তালিকা রইল:
15959 হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস 9, 10, 12, 13, 14, 16,17 এবং 19 মার্চ পর্যন্ত যাত্রা পথের পরিবর্তন করা হয়েছে ৷ এঅই নির্দিষ্ট দিন গুলিতে হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস বনগাঁ, সরভোগ, বারপেটা রোড, পাঠশালা, টিহু, নলবাড়ি এবং রাঙ্গিয়া জং-এ দাঁড়াবে না। 15960 ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস 19 মার্চ বোঙ্গাইগাঁও, সরভোগ, বারপেটা রোড, পাঠশালা, তিহু, নলবাড়ি এবং রাঙ্গিয়া জংশনে দাঁড়াবে না ।

পাশাপাশি দক্ষিণ পূর্বরেলের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে:

22897 হাওড়া-দীঘা কাণ্ডারি এক্সপ্রেস 8 মার্চ সাঁতরাগাছি থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
22898 দিঘা-হাওড়া কাণ্ডারি এক্সপ্রেস 8 মার্চ সাঁতরাগাছি পর্যন্ত যাবে । অপরদিকে পূর্ব রেলের পক্ষ থেকে শিয়ালদা-বামানহাট এক্সপ্রেসের যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে ৷ 13147/13148 শিয়ালদা-বামানহাট-শিয়ালদা এক্সপ্রেস 8 মার্চ বারসই ও আজমনগর রোড স্টেশনে দাঁড়াবে।

এছাড়াও দোল যাত্রার সময় ভিড় নিয়ন্ত্রণ করতে শালিমা-পুরি ও শালিমার রুটে আগামী 24 মার্চ বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করেছে দক্ষিণ-পূর্বরেল । এদিন 02839 শালিমার-মালতীপাটপুর (পুরি) হলি স্পেশাল ট্রেন রাত 9টা 25 মিনিটে হাওড়া থেকে ছেড়ে মালতীপাটপুর পৌঁছবে 25 মার্চ ভোর 5টা 50 মিনিটে। ডাউন লাইনে 02840 মালতীপাটপুর - শালিমার হলি স্পেশাল এদিন মালতীপাটপুর থেকে রাত 11টা 50 মিনিটে ছাড়বে। পরের দিন অর্থাৎ 25 মার্চ সন্ধ্যে 8.50 মিনিটে শালিমার পৌঁছবে। হোলি স্পেশাল এই বিশেষ ট্রেন আপ ও ডাউন লাইনে সাঁতরাগাছি, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জজপুর, কেউঞ্জর রোড, কটক, ভুবনেশ্বর ও কুরদা রোড স্টেশনে থামবে।

আরও পড়ুন:

  1. শিবরাত্রি ও হোলি উপলক্ষ্যে একাধিক ট্রেন পরিষেবা পূর্বরেলের, জানুন সময়সূচি
  2. মুম্বইয়ের ধাঁচে রাজ্যে মহিলাদের জন্য ফার্স্ট ক্লাস লোকাল ট্রেন, মিলবে এই সুবিধাগুলি
  3. লোকাল ট্রেনের ভোলবদল, রূপান্তরিত মাতৃভূমি লেডিস স্পেশালের যাত্রা শুরু

ABOUT THE AUTHOR

...view details