পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুল ছাড়া অন্য অনুষ্ঠানে পড়ুয়াদের যোগদান নয়, স্কুল পরিদর্শকের নির্দেশিকার সমালোচনা শুভেন্দুর - Notice on Students Involvement - NOTICE ON STUDENTS INVOLVEMENT

School District Inspector Issues Notice: আরজি করের ঘটনার প্রতিবাদে সামিল হয়ে স্কুলের পড়ুয়ারা মিছিল করে ৷ তারপরই জেলা স্কুল পরিদর্শক ছাত্রছাত্রীদের অন্য কোনও অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে নোটিশ জারি করল ৷ এর সমালোচনা করে একটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Students join protest rally
পড়ুয়াদের প্রতিবাদ মিছিল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 10:15 AM IST

Updated : Aug 23, 2024, 12:23 PM IST

মেদিনীপুর, 23 অগস্ট: স্কুল চত্বরে শিক্ষা দফতরের অনুষ্ঠান ছাড়া অন্য কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবে না পড়ুয়ারা, জারি হল জেলা বিদ্যালয় স্কুল পরিদর্শকের নোটিশ ৷ গত বুধবার একটি স্কুলের পড়ুয়ারা আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় স্কুল ক্যাম্পাসের বাইরে আন্দোলন করে ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই এই নোটিশ বলে মনে করছে শিক্ষক মহল ৷ এদিকে এই নোটিশের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

জেলা স্কুল পরিদর্শকের নোটিশ (ইটিভি ভারত)

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় স্কুল পরিদর্শক বা ডিআই (মাধ্যমিক) স্বপন সামন্ত একটি নোটিশ জারি করে এই নির্দেশের কথা জানিয়েছেন ৷ এই নোটিশে জানানো হয়েছে, স্কুলের পড়ুয়ারা তাদের স্কুলের অনুষ্ঠান ব্যতীত অন্য কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না ৷ অধিকাংশ শিক্ষক জানিয়েছেন, তাঁরা ই-মেইল মারফত এই নোটিশ পেয়েছেন ৷

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যার ঘটনায় রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা আন্দোলন করছেন ৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজেও ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ৷ রাজনৈতিক দলগুলিও প্রতিবাদে পথে নেমেছে ৷ আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে সারা দেশে ৷ রাজ্যের সাধারণ মানুষও প্রতিবাদ জানিয়েছেন ।

পাশাপাশি হোমিওপ্যাথি কলেজ, বিভিন্ন ক্লাব, সংগঠন, সমিতিও প্রায় প্রতিদিনই প্রতিবাদ মিছিল করছে ৷ এই নারকীয় ঘটনার প্রতিবাদে বুধবার শালবনি বিধানসভার নান্দাড়িয়া বিদ্যাপীঠ হাইস্কুলের পড়ুয়ারা একটি মিছিলে অংশগ্রহণ করে ৷ স্কুলে ক্লাস শেষ করে সপ্তম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা আরজি করের ঘটনার প্রতিবাদে হাতে ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন নিয়ে রাস্তায় মিছিল করে ৷ তাদের প্রতিবাদের ভিডিয়ো বিভিন্ন সংবাদমাধ্যমের চ্যানেল এবং সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ এরপরই তড়িঘড়ি স্কুল পরিদর্শক এই নোটিশ জারি করলেন ৷ এই নোটিশ জারি করা নিয়ে ডিআই-এর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যায়নি ৷

এদিকে এই নোটিশ জারিকে অগণতান্ত্রিক ফতোয়া বলে মন্তব্য করেছে বাম ছাত্র সংগঠন ৷ অন্যদিকে এই নোটিশ ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষকদের মধ্যে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষকই জানিয়েছেন, স্কুল শেষ হয়ে যাওয়ার পর ছাত্র-ছাত্রীরা কোথায় কী করবে বা কোন অনুষ্ঠানে যাবে, তা স্কুল কীভাবে আটকাবে ? এক্ষেত্রে পড়ুয়ারা তাদের বাবা-মা যা বলবেন, তাই শুনবে ৷

Last Updated : Aug 23, 2024, 12:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details