পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শঙ্কর ঘোষকে পরিষদীয় দলের মুখ্য মুখ্যসচেতক করায় ক্ষোভ বিজেপির অন্দরে - Sankar Ghosh - SANKAR GHOSH

Sankar Ghosh: শঙ্কর ঘোষকে পরিষদীয় দলের মুখ্য মুখ্যসচেতক করায় ক্ষোভ বঙ্গ বিজেপির অন্দরে ৷ ক্ষোভের কথা জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি পাঠালেন কয়েকজন বিজেপি বিধায়ক ৷

ETV BHARAT
শঙ্কর ঘোষকে নিয়ে ক্ষোভ বিজেপির অন্দরে (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 7:02 PM IST

কলকাতা, 25 জুন:শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকেবিধানসভায় বিজেপি পরিষদীয় দলের নয়া মুখ্য সচেতক করা নিয়ে ক্ষোভ দানা বেঁধেছে দলেরই একাংশের মধ্যে ৷ এই নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি পাঠালেন কয়েকজন বিজেপি বিধায়ক ৷

লোকসভা নির্বাচনে রাজ্য থেকে বিজেপির 12 জন সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন । আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন মনোজ টিগ্গা । ফলে আলিপুরদুয়ারের সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় মনোজ টিগ্গাকে বিধায়কের পদের পাশাপাশি ছাড়তে হয়েছে বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতকের পদও ।

এরপর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পদের জন্য শঙ্কর ঘোষের নাম প্রস্তাব করে চিঠি লেখেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে । তবে শঙ্কর ঘোষকে মুখ্যসচেতক করা নিয়ে দলের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে । সূত্র মারফত জানা গিয়েছে যে, শুভেন্দু অধিকারীর পছন্দেই শঙ্কর ঘোষকে ওই পদে মনোনীত করা হয়েছে ৷ দলের মধ্যে সবার সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাই করা হয়নি বলে অভিযোগ ।

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে জিতে প্রথমবার শিলিগুড়ি থেকে বিধায়ক হন শঙ্কর ঘোষ । বরাবরই তিনি বিরোধী দলনেতার ঘনিষ্ঠ বলে পরিচিত । এমনকি বিধানসভার মধ্যে বিরোধীদের বিক্ষোভে একাধিকবার শুভেন্দু অধিকারীর পাশে দেখা গিয়েছে শঙ্কর ঘোষকে । তাই স্বাভাবিকভাবেই মনোজ টিগ্গার পরিবর্তে যে পরিষদীয় দলের মুখ্যসচেতক হিসেবে তাঁর নামই প্রস্তাব করতে পারেন শুভেন্দু অধিকারী, তা কিছুটা অনুমেয় ছিল ।

দলীয় সূত্রে খবর যে, সাংসদ তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের ঘনিষ্ঠ কয়েকজন বিধায়ক এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন । যদিও তাঁরা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ ৷ তবে জানা গিয়েছে যে, নিজেদের ক্ষোভের কথা জানিয়ে তাঁরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠিও পাঠিয়েছেন । যে চিঠিতে তাঁরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে ৷ শুভেন্দু দলে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে সেই চিঠিতে ৷

ABOUT THE AUTHOR

...view details