পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্ষুদ্র শিল্পের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে প্রেস ক্লাবে আলোচনা ফ্যাসির - FASII Kolkata Press Meet - FASII KOLKATA PRESS MEET

Small Industries: ক্ষুদ্র শিল্পের সুবিধা যেমন রয়েছে, তেমনই বহু অসুবিধার মুখেও পড়তে হয় এই শিল্পকে ৷ এনিয়ে আজ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল ফ্যাসির আলোচনা ৷

MSME Day
ক্ষুদ্র শিল্পের সুবিধা ও অসুবিধা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 10:58 PM IST

কলকাতা, 28 জুন: এমএসএমই দিবস উপলক্ষে ক্ষুদ্র শিল্পে রাজ্যের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ৷ শুক্রবার কলকাতা প্রেসক্লাবে ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস অফ স্মল ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া তথা ফ্যাসির তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷

এই বৈঠকে ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত একাধিক উদ্যোগপতিও উপস্থিত ছিলেন ৷ তাঁরাই সাংবাদিকদের কাছে বিভিন্ন অসুবিধার দিকগুলি তুলে ধরেন ৷ এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মহম্মদ পারভেজ আনসারি, দেবদত্ত বন্দ্যোপাধ্যায়, শৈলেশ্বর পান্ডা, প্রবীর রায়, সুপ্রিয় ঘোষ, সুব্রত সাহার মতো বিশিষ্টরা ৷ তাঁরা ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে ক্ষুদ্র শিল্পের সুবিধা-অসুবিধার দিকগুলি এদিন তুলে ধরেন ৷

এদিনের আলোচনায় স্থানীয় রাজনৈতিক দলগুলি শিল্পপতিদের যে অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই কথা তুলে ধরা হয় ৷ এই সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকারের কাছ থেকে স্থানীয় স্তরের পুলিশ নয়, জেলা স্তর বা পুলিশ সুপার স্তরে যেন একটি ব্যবস্থা গ্রহণ করার কথা জানানো হয় ৷

শিল্প বিনিয়োগ নিয়ে আলোচনায় বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, শিল্পপতি বা ব্যবসায়ীদের উপর স্থানীয় নেতাদের কোনও খবরদারি তিনি মেনে নেবেন না ৷ কিন্তু তার পরেও যে এই সমস্যা রয়ে গিয়েছে ৷ এদিন ফ্যাসির অনুষ্ঠানে তেমনই ইঙ্গিত পাওয়া গেল ৷

বিশিষ্ট ব্যবসায়ী সুপ্রিয় ঘোষ বলেন, "এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেভাবে হকার উচ্ছেদ করছেন, তাঁকে পূর্ণ সমর্থন জানাচ্ছি আমরা ৷ একইভাবে স্থানীয় রাজনৈতিক দলগুলির উৎপাত বন্ধ হওয়া দরকার ৷ তা না হলে অনেক শিল্পপতিই অসুবিধায় পড়বেন ৷ একইসঙ্গে জমি নিয়ে তাঁদের যে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, সে কোথাও তিনি জানিয়েছেন ৷"

এদিনের আলোচনায় তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে কর্মসংস্থানের প্রশ্ন ৷ মহম্মদ পারভেজ আনসারী বলেন, "ক্ষুদ্র শিল্পে সবথেকে বেশি কর্মসংস্থান হয় ৷ সব থেকে বেশি মানুষকে রুজি-রুটির সন্ধান দেয় ৷ কিন্তু এরপরেও বেশ কিছু সুযোগ-সুবিধা দরকার, যাতে তাদের কাজ করতে সুবিধা হয় ৷" এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য ৷ তিনিও এ দিনের আলোচনায় ক্ষুদ্র শিল্পের বিভিন্ন সম্ভাবনার দিক তুলে ধরেন ৷

ABOUT THE AUTHOR

...view details