পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দৈব আরাধনায় ভরসা রেখেই গণদেবতার রায়ের অপেক্ষায় বর্ধমান-দুর্গাপুরের দুই যুযুধান - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Bardhaman–Durgapur Lok Sabha Constituency: দীর্ঘ কয়েকমাসের লড়াই শেষে এখন ফলের অপেক্ষা ৷ দৈবনির্ভর হয়ে গণদেবতার রায়ের জন্য অপেক্ষার প্রহর গুনছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুই যুযুধান শিবিরের প্রার্থী কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষ ৷ শেষ হাসি কে হাসেন, তাই দেখার অপেক্ষা ৷

Lok Sabha Election 2024
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 12:09 PM IST

দুর্গাপুর, 2 জুন: শনিবার শেষ হয়েছে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচন । বিগত বেশ কয়েক মাস ধরে এই উৎসবকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক দলগুলির উন্মাদনা ছিল চরমে ৷ পাশাপাশি সারাদেশ জুড়ে এই উৎসবের প্রধান স্তম্ভ আমজনতার ভোটদানে উৎসাহও ছিল চোখে পড়ার মতো । পশ্চিমবঙ্গে মোট 42টি আসনের মধ্যে অন্যতম নজরকাড়া আসন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র । এই কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ এবং ভারতীয় জনতা পার্টির দাপুটে রাজনীতিবিদ দিলীপ ঘোষের জমজমাট লড়াই । নির্বাচন শেষে দু'জনকেই দেখা গেল চাপমুক্ত থাকতে, ঈশ্বরের উপর ভরসা রাখতে ৷

পানাগড়ের সেনা ছাউনির ভেতরে ক্ষেত্রপালের মন্দিরে পুজো করলেন কীর্তি আজাদ । এই মন্দিরে নিজের মনবাসনা দেবাদিদেব মহাদেবের কাছে জানিয়ে তা পূরণ হলে ঘণ্টা বেঁধে পুজো করার রীতি সর্বজনবিদিত । সেই মন্দিরে দেখা গেল অতি ভক্তির সঙ্গে পুজোপাঠ করলেন 1983 সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য । এ দিকে, দিলীপ ঘোষ শনিবার দিনভর দুর্গাপুরের এ-জোনে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিলেন ৷ কাজের মাঝেই মন্দিরে মন্দিরে মাথা ঠুকতে দেখা গেল তাঁকে ৷ দু'জনকেই প্রচারেও দেখা গিয়েছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন মন্দিরে মাথা ঠেকাতে এবং পুজো পাঠ করতে ।

আরও পড়ুন:তপ্ত পিচে একে অপরকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময়ে প্রতিপক্ষ কীর্তি-দিলীপ

4 জুন ফল প্রকাশিত হবে সারাদেশের লোকসভা আসনগুলির । তার কাউন্টডাউন শুরু হয়ে গেল আজ থেকেই । দিলীপ ঘোষ যদিও বারবার সংবাদমাধ্যমের সামনে বলেছেন, "নির্বাচনী পরাজয় আমি জানি না । কারণ আমি জীবনে দু'বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, 2-0 তে এগিয়ে । তবে পরীক্ষায় যেমন পাশ ফেল আছে ৷ তেমনই নির্বাচনেও জয় পরাজয় আছে । আমি অত্যন্ত আশাবাদী বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে গতবার আমাদের দলের বরিষ্ঠ সাংসদ যে মার্জিনে জয় পেয়েছিলেন এবার তার থেকে আমার জয়ের মার্জিন অনেকখানি বাড়বে । তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে ভোট লুট করার চেষ্টা চালিয়েও তারা সফল হয়নি ।"

অন্যদিকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জনতা জনার্দনের রায়ের উপর অত্যন্ত বিশ্বাসী কীর্তি আজাদ ৷ তাঁর স্পষ্ট দাবি, "এই কেন্দ্র পুনরুদ্ধার করে মমতাদিদিকে আমি উপহার দেব । সাধারণ মানুষ গতবার বিজেপিকে ভোট দিয়ে ঠকেছিলেন । এই কেন্দ্রের সমস্ত ভোটার অত্যন্ত সুচিন্তিত ভোট প্রদান করেছেন বলেই আমি বিশ্বাসী । তাই আমার জয়, আমার নয় । এই জয় মানুষের জয় । ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণের জয় ।"

আরও পড়ুন:'এই নির্বাচনে বিরোধীদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠবে', খোঁচা দিলীপের

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মোট প্রায় সাড়ে 18 লক্ষ ভোটার । তার মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ মহিলা ভোটার । আর এটাই বাড়তি অক্সিজেন জোগাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে । দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তাল ঠুকছেন 4 তারিখের ফলপ্রকাশের দিকে তাকিয়ে । এই কেন্দ্রে অন্যতম প্রধান ফ্যাক্টর কংগ্রেস ও বিভিন্ন বাম সংগঠনগুলির সমর্থিত সিপিআই(এম) প্রার্থী সুকৃতি ঘোষাল ।

একদা বাম দুর্গ বর্ধমানে লালেদের অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছিল । এবার বামেরা তাদের ভোট অনেকটাই ফেরাতে পারবে বলে আশাবাদী । আর সেটা যদি হয় তাহলে তার প্রভাব যে গেরুয়া শিবিরের বিরুদ্ধে যাবে সেটাও বলছেন অভিজ্ঞ রাজনৈতিক সমালোচকরা । সব মিলিয়ে কিন্তু জমজমাট এই আসনে শেষ হাসি কে হাসে তা দেখার জন্য মুখিয়ে আছেন রাজ্যের পাশাপাশি গোটা দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলির নেতা-নেত্রীরাও ।

আরও পড়ুন:মহিষাসুরের সঙ্গে দিলীপের তুলনা কীর্তির, 'বধ' করার অঙ্গীকার

ABOUT THE AUTHOR

...view details