পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাকা বাড়ি আছে, ঘর দরকার নেই ! আবাস যোজনা থেকে নাম কাটালেন শিক্ষক - AWAS YOJANA

পাকা বাড়ি রয়েছে ৷ ফলে আনিসুর ব্লক প্রশাসনের কাছে চিঠি দিয়ে তাঁর নাম বাতিল করার জন্য আবেদন জানান ৷ শিক্ষকের এমন ‘কাণ্ডে’ খুশি স্থানীয়রা।

Diamond Harbour Teacher
আবাস যোজনার বাড়ি ফেরালেন শিক্ষক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 5:51 PM IST

Updated : Nov 13, 2024, 5:57 PM IST

ডায়মন্ড হারবার, 13 নভেম্বর: রাজ্যে পরপর সামনে আসছে আবাস যোজনা সংক্রান্ত একাধিক দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ ৷ এবার সামনে এল এক মানবিক ছবি ৷ আবাস যোজনায় পাওয়া বাড়ি ফেরালেন পেশায় শিক্ষক আনিসুর রহমান ৷ ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের মারিগাছি এলাকার এই শিক্ষকের ‘কাণ্ডে’ বাহবা দিচ্ছেন প্রত্যেকে ।

আনিসুর রহমান 2018 সালে আবাস যোজনায় বাড়ি চেয়ে জন্য আবেদন করেছিলেন ৷ কিন্তু সেসময় যোজনা থেকে তাঁর নাম বাদ পড়ে গিয়েছিল । মাঝের সময়ে পরিবার পাকা বাড়ি নির্মাণ করে নিয়েছে। 2024 সালে নতুন করে আবাস যোজনার তালিকা তৈরি হয়েছে ৷ সেই তালিকাতেই রয়েছে আনিসুরের নাম।

আবাস যোজনার বাড়ি ফেরালেন শিক্ষক (ইটিভি ভারত)

কিন্তু এখন পাকা বাড়ি রয়েছে ৷ ফলে আনিসুর ব্লক প্রশাসনের কাছে চিঠি দিয়ে নাম বাতিল করার জন্য আবেদন জানান ৷ তিনি বলেন, ‘‘যখন আবেদন করেছিলাম তখন আমার কাঁচা বাড়ি ছিল ৷ এখন পরিবারের সদস্যরা পাকা বাড়ি তৈরি করেছেন । তাই এখন আর আবাস যোজনার প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করে পাকা বাড়ি পাওয়ার কোনও দরকার আমাদের নেই । তাই ব্লক প্রশাসনকে আবাস যোজনার তালিকা থেকে আমার নাম বাতিল করার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছি। আমি চাই যোগ্যরা এই সরকারি প্রকল্পের বাড়ি পাক ৷’’

আনিসুর বলেন, ‘‘আমি পেশায় একজন শিক্ষক ৷ আমি নিজে সৎ না-থাকলে আগামী প্রজন্মকে সততার বার্তা দেওয়া কোনমতেই সম্ভব নয় । আমি এই পদক্ষেপকেই সঠিক পদক্ষেপ ভেবেছি ।’’

ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লকের বিডিও সুদীপ্ত অধিকারী জানান, এখন প্রাথমিক পর্যায়ে গোটা রাজ্যজুড়ে আবাস যোজনার সমীক্ষা চলছে । সরকারি নিয়ম অনুসারে যোগ্যরা বাড়ি পাবেন । পাকা বাড়ি আছে, এমন যাদের নাম তালিকায় চলে এসেছে সেগুলি অতি দ্রুততার সঙ্গে বাদ দেওয়া হবে ।

আরও পড়ুন

Last Updated : Nov 13, 2024, 5:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details