ডায়মন্ড হারবার, 13 নভেম্বর: রাজ্যে পরপর সামনে আসছে আবাস যোজনা সংক্রান্ত একাধিক দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ ৷ এবার সামনে এল এক মানবিক ছবি ৷ আবাস যোজনায় পাওয়া বাড়ি ফেরালেন পেশায় শিক্ষক আনিসুর রহমান ৷ ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের মারিগাছি এলাকার এই শিক্ষকের ‘কাণ্ডে’ বাহবা দিচ্ছেন প্রত্যেকে ।
আনিসুর রহমান 2018 সালে আবাস যোজনায় বাড়ি চেয়ে জন্য আবেদন করেছিলেন ৷ কিন্তু সেসময় যোজনা থেকে তাঁর নাম বাদ পড়ে গিয়েছিল । মাঝের সময়ে পরিবার পাকা বাড়ি নির্মাণ করে নিয়েছে। 2024 সালে নতুন করে আবাস যোজনার তালিকা তৈরি হয়েছে ৷ সেই তালিকাতেই রয়েছে আনিসুরের নাম।
কিন্তু এখন পাকা বাড়ি রয়েছে ৷ ফলে আনিসুর ব্লক প্রশাসনের কাছে চিঠি দিয়ে নাম বাতিল করার জন্য আবেদন জানান ৷ তিনি বলেন, ‘‘যখন আবেদন করেছিলাম তখন আমার কাঁচা বাড়ি ছিল ৷ এখন পরিবারের সদস্যরা পাকা বাড়ি তৈরি করেছেন । তাই এখন আর আবাস যোজনার প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করে পাকা বাড়ি পাওয়ার কোনও দরকার আমাদের নেই । তাই ব্লক প্রশাসনকে আবাস যোজনার তালিকা থেকে আমার নাম বাতিল করার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছি। আমি চাই যোগ্যরা এই সরকারি প্রকল্পের বাড়ি পাক ৷’’
|