শিলিগুড়ি/রায়গঞ্জ 16 জানুয়ারি: পুলিশকর্মীদের উপর গুলি চালালে, পালটা চারগুণ গুলি চালানো হবে ৷ ইসলামপুরে পুলিশের উপর হামলার পর শিলিগুড়িতে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷
বৃহস্পতিবার মাটিগাড়ার নার্সিংহোমে দুই আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা করার পর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে উত্তরবঙ্গের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন ডিজি রাজীব কুমার ও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম । বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব, পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, রাকেশ সিং-সহ অন্যান্যরা ।
আহত পুলিশকর্মীদের দেখতে হাসপাতালে ডিজি ও এডিজি (নিজস্ব ভিডিয়ো) বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব কুমার বলেন, "পুলিশ মূলত সাধারণ মানুষের সুরক্ষার জন্য নিয়োজিত ৷ আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে । কিন্তু যদি কোনও দুষ্কৃতী আমাদের উপর গুলি চালায়, তবে আমরা পালটা তার চারগুণ চালাব ৷ আর আমরা এতে সক্ষম ও প্রশিক্ষিত । কীভাবে এইধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হয় তা আমরা খুব ভালোভাবে জানি ৷ "
আহত পুলিশ কর্মী (নিজস্ব ছবি) অন্যদিকে, ইসলমাপুরের ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব । তিনি জানান, আদালতের লকআপেই দেখা করার সুযোগে বিচারাধীন বন্দিকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল জামিনে মুক্ত আরেক অভিযুক্ত । এদিন আহত দুই পুলিশকর্মীর সঙ্গে দেখা করে তাঁদের শারীরিক পরিস্থিতির খবরাখবর নেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম । সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর-সহ অন্যান্যরা ।
আহতদের দেখতে গেলেন ডিজি ও এডিজি (নিজস্ব ছবি) বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি তাঁরা মাটিগাড়ার নার্সিংহোমে চিকিৎসাধীন ওই দুই পুলিশকর্মীদের সঙ্গে দেখা করেন । এদিন মাটিগাড়ার ওই নার্সিংহোমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব বলেন, "দু'জনেই স্থিতিশীল রয়েছে । একজনের ল্যাপরোস্কোপিক ট্রিটমেন্ট চলছে । বুলেট শরীরে সেভাবে ক্ষতি করতে পারেনি । সাজ্জাককে জামিনে মুক্ত আরেক অভিযুক্ত আব্দুল আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছে । দেখা করার নামে ওই আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছিল । সে বিহারে পালিয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে । তবে যে বুলেট পুলিশ কর্মীদের শরীরে পাওয়া গিয়েছে সেটা পুলিশকর্মীরা ব্যবহার করেন না ।"
অভিযুক্ত সাজ্জাক আলমের মাথায় পুরস্কার ঘোষণা (ছবি সূত্র -পুলিশ) এদিকে, পলাতক বিচারাধীন বন্দি সাজ্জাক আলম ও তাঁকে আগ্নেয়াস্ত্র সরবরাহকারী আরেক অভিযুক্ত আব্দুল হুসেনের উদ্দেশে খোঁজ শুরু করেছে পুলিশ ৷ দু'জনের ছবি প্রকাশ্যে এনে দু'লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে । যোগাযোগ করতে হবে এই নম্বরগুলিতে, 9147889104 এবং
9147889105 ৷ সন্ধানদাতার নাম ও পরিচয় গোপন রাখবে পুলিশ ।
2 লক্ষ টাকা পুরস্কার আরেক অভিযুক্ত আব্দুল হুসেনের মাথায়ও (ছবি সূত্র -পুলিশ) প্রসঙ্গত, বুধবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া কালীবাড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে ৷ বিচারাধীন বন্দি এই ঘটনা ঘটান বলে অভিযোগ । ঘটনায় জখম হন দুই পুলিশ কর্মী ৷ তাঁদের নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য ৷ দু'জনেই করণদিঘি থানায় কর্মরত ৷
কয়েক বছর আগে করণদিঘি থানার খিরকিটোলা গ্রামের বাসিন্দা সুবেশ দাসকে খুন করার অভিযোগ ওঠে সাজ্জাক আলমের বিরুদ্ধে ৷ এদিন প্রিজন ভ্যানে করে সেই সাজ্জাদ আলমকে ইসলামপুর মহকুমা আদালত থেকে রায়গঞ্জ সংশোধনাগারে ফেরার পথে সাজ্জাদ আলম শৌচালয়ে যেতে চায় ৷ সেই সময় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া কালীবাড়ির এলাকায় পুলিশ গাড়িটি দাঁড় করিয়েছিল ।
অভিযোগ, ঠিক সেই সময় আসামি সাজ্জাক গাড়ি থেকে নেমে কিছুটা দূরে গিয়ে কম্বলে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র দিয়ে দুই পুলিশকর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্যকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান ৷ গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন দু'জন ৷ প্রিজন ভ্যানের চালক ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি জখম দুই পুলিশ কর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন ৷ পরে সেখান থেকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় তাঁদের ।