কেশপুরের কাকুকে দেখতেই জড়িয়ে ধরলেন দেব (ইটিভি ভারত) কেশপুর, 22 মে: "সবাই আমার ফ্যান, আমি এই কাকার ফ্যান ৷" ঘাটালের ভাইরাল 'কাকা'কে সঙ্গে নিয়ে এমনটাই জানালেন তৃণমূলের তারকা প্রার্থী দেব ৷ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের হারিয়ে যাওয়া ভাষা খুঁজে দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যান ঘাটালের এক বৃদ্ধ ৷ এবার সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে সেই বৃদ্ধের পাশে দাঁড়ালেন তৃণমূলের বিদায়ী সাংসদ ৷
বর্তমান সময়ে কারও ছবি কিংবা কথা কখন, কীভাবে ভাইরাল হয়ে যায়, তা কেউ বলতে পারে না ৷ বেশিরভাগ ক্ষেত্রেই বুঝে ওঠার অনেক আগে অগোছালো, অসময়ের এমন বহু মুহূর্ত নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ৷ ঠিক সেরকমভাবেই ভাইরাল হয়ে যান ঘাটালের কেশপুরের বৃদ্ধ বাসিন্দা হপনম মান্ডি ৷
2016 সাল থেকে নিখোঁজ কেশপুরের বিজেপি কর্মী বিনয় মান্ডি ৷ একাধিকবার পুলিশের দ্বারস্থ হওয়া সত্ত্বেও এখনও পাওয়া যায়নি তাঁর খোঁজ ৷ সম্প্রতি বিনয়ের বাড়ি গিয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন বিজেপি তারকা প্রার্থী হিরণ ৷ বিনয়ের পরিবারকে সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন বিজেপি প্রার্থী ৷ এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিছুটা ভারাক্রান্ত গলায় তিনি বলেন, "কি ভাষায় কথা বলব বুঝে উঠতে পারছি না ।" তাঁর সেই বক্তব্যের উত্তরে সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ হপনম স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে ওঠেন, "বাংলায় বলো না !" দু'জনের কথোপকথনের সেই দৃশ্য সুযোগ বুঝে ফোনে বন্দি করে রাখেন অজ্ঞাত কোনও ব্যক্তি ৷ পরে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো ৷ বৃদ্ধের বাচনভঙ্গি দেখে হেসে লুটিয়ে পড়েন সোশাল মিডিয়ার দর্শকরা ৷ এদিকে, একের পর এক ট্রোলের মুখে পড়তে হয় হিরণকে ৷
দেব এবং হিরণ (নিজস্ব চিত্র) মঙ্গলবার প্রচারের শেষ লগ্নে কেশপুরে যান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব ৷ প্রচারে হাজার মানুষের মধ্যে হপমনকে দেখতে পেয়ে বুকে জড়িয়ে ধরেন তিনি ৷ এরপরই তাঁকে শুভেচ্ছা জানিয়ে পাশে দাঁড়িয়ে দেব বলেন, "সবাই আমার ফ্যান,আমি এই কাকার ফ্যান ৷" সোশাল মিডিয়ায় পোস্টও করেন সেই ভিডিয়ো ৷ এরপর নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় দেবের সেই ভিডিয়ো ৷ এরপর ফের নতুন করে সোশাল মিডিয়ার আনাচে কানাচে উঠে আসেন প্রতিবন্ধী ওই বৃদ্ধ ৷ কমেন্টের বন্যায় ভেসে যায় দেবের সেই পোস্ট ৷ যদিও রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই সাদা মাটা এই বৃদ্ধর ৷ তিনি হয়তো জানেনও না ভোটের এই উত্তপ্ত আবহে হাজার হাজার মানুষকে হাসিয়ে তুলেছে তাঁর কয়েক সেকেন্ডের সহজ সরল মন্তব্য ৷
আরও পড়ুন: