কলকাতা, 3 ফেব্রুয়ারি: এমএলএ হোস্টেলের মধ্যে বিধায়কের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু ৷ জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার হয়েছে কলকাতার এমএলএ হোস্টেল থেকে ৷ তিনি পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক ৷ ইতিমধ্যে স্থানীয় পার্কস্ট্রিট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ৷ তবে দেহে বাহ্যিক আঘাতের কোনও চিহ্ন মেলেনি ৷
এই প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় বলেন, "বিষয়টি আমরা খতিয়ে দেখছি ৷ কীভাবে ওই বিধায়কের নিরাপত্তারক্ষী হোস্টেলের ছাদে গেলেন, তাও দেখা হচ্ছে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে ৷"
লালবাজার সূত্রের খবর, নিরাপত্তাজনিত কারণে মৃত নিরাপত্তারক্ষীর নাম এখনই প্রকাশ করা হচ্ছে না ৷ বান্দোয়ানের বিধায়কের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা ৷ ঘটনাস্থলে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা পৌঁছন ৷ দেহটি দেখে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা ৷ দেহের বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি ৷ তবে দেহের ভিতরে কোনওভাবে আঘাত লেগেছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে ৷