পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ দার্জিলিংয়ের ক্যাপ্টেন ব্রিজেশ থাপা - Darjeeling Army Officer Death - DARJEELING ARMY OFFICER DEATH

Darjeeling Army Officer Death in Doda Encounter: জম্মু-কাশ্মীরে ডোডায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে ৷ এই লড়াইয়ে শহিদ হলেন দার্জিলিংয়ের লেবংয়ের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপা ৷ কষ্ট হচ্ছে কিন্তু আক্ষেপ নেই, ছেলের মৃত্যুতে বললেন গর্বিত সেনা জওয়ানের বাবা ৷

Darjeeling Army Officer Death
জম্মু-কাশ্মীরে এনকাউন্টারে দার্জিলিংয়ের সেনা জওয়ানের মৃত্যু (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 11:38 AM IST

Updated : Jul 16, 2024, 12:01 PM IST

দার্জিলিং, 16 জুলাই: আবারও এক বীর সেনা জওয়ানকে খোয়ালো বাংলা । জম্মু-কাশ্মীরের ডোডায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন দার্জিলিংয়ের লেবংয়ের বড়াগিঙ্গের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপা । মাত্র 27 বছর বয়সে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে শহিদ হলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা শৈলশহরে ।

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জম্মু-কাশ্মীরের ডোডা থেকে চার ঘণ্টা দূরত্বে থাকা এক পাহাড়ি জঙ্গলে একটি অভিযানের সময় আচমকা জঙ্গিরা হামলা চালায় । জঙ্গিদের হামলার পালটা জবাব দেয় সেনা জওয়ানরাও । দু'পক্ষের লড়াইয়ে ব্রিজেশ-সহ আরও চার সেনা জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয় । ব্রিজেশ থাপার শহিদ হওয়ার খবর ইতিমধ্যে সেনা আধিকারিকদের তরফে তাঁর পরিবারকে জানানো হয়েছে ।

পরিবার সূত্রে খবর, 17 জুলাই অর্থাৎ বুধবার ব্রিজেশের দেহ বিশেষ বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হবে । এরপর তাঁকে বাগডোগরা সেনা ছাউনিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্দা জানানো হবে । সেখান থেকে তাঁর দেহ সড়কপথে লেবংয়ে তাঁর জন্মভূমিতে নিয়ে যাওয়া হবে । ব্রিজেশের বাবা কর্নেল ভুবনেশ থাপা (অবসরপ্রাপ্ত) বলেন, ‘‘ছোট থেকেই ব্রিজেশের সেনার প্রতি খুব টান ছিল । নিজেকে সেইভাবেই তৈরি করেছিল । কষ্ট হচ্ছে, কিন্তু আক্ষেপ নেই । আমার সন্তান দেশকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছে ।’’

বাবা-মায়ের সঙ্গে দার্জিলিংয়ের শহিদ সেনা জওয়ান (Darjeeling Army Officer Death)

জানা গিয়েছে, কর্নেল ভুবনেশ থাপা 2014 সালে সেনা থেকে অবসর নেন । বর্তমানে তিনি দার্জিলিংয়ের লেবংয়েই এক্স সার্ভিসম্যান হেলথ সার্ভিস স্কিমে কর্মরত রয়েছেন । ব্রিজেশের বাড়িতে সদস্য বলতে বাবা ছাড়াও রয়েছেন মা নীলিমা থাপা ও দিদি নিকিতা থাপা । নিকিতা থাপা বর্তমানে অস্ট্রেলিয়ায় সঙ্গীত নিয়ে পড়াশুনো করছেন। ভাইয়ের শহিদ হওয়ার খবর পেতেই তিনিও বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন ।

ক্যাপ্টেন ব্রিজেশ থাপা (Darjeeling Army Officer Death)

ব্রিজেশ থাপার জন্ম লেবংয়ে ৷ তিনি প্রাথমিক পড়াশুনো করেন দার্জিলিংয়ে ৷ তবে বাবার সেনায় অন্যত্র পোস্টিংয়ের কারণে ব্রিজেশ বাকি পড়াশুনো রাজ্যের বাইরে থেকেই সারেন । শেষে মুম্বই থেকে নিজের উচ্চশিক্ষা শেষ করেন তিনি । সেখানকার কলেজ থেকে বি'টেক শেষ করে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষায় বসেন । 2018 সালে তিনি ওই ডিফেন্স সার্ভিসের শর্ট সার্ভিস কমিশন পরীক্ষায় পাশ করেন ও 2019 সালে সেনাতে যোগ দেন ।

ব্রিজেশ দু'বছর 10 রাষ্ট্রীয় রাইফেলসের মোতায়েন ছিলেন । এরপর তাঁকে এক্সট্রা রেজিমেন্টাল ডিউটির জন্য ভারতীয় সেনার বিশেষ বিভাগ 145 আর্মি এয়ার ডিফেন্সের অধীন জম্মু ও কাশ্মীরের ডোডা সেনা ছাউনিতে বদলি করা হয় । সেখানে ব্রিজেশ থাপা এ- কোম্পানি কমান্ডার ছিলেন । নিজের ট্রুপ নিয়ে ডোডা থেকে প্রায় চার ঘণ্টা দুরত্বে একটি অভিযানে যাওয়ার সময় আচমকা তাঁদের উপর হামলা হয় । আর সেই হামলাতেই প্রাণ হারান ব্রিজেশ ।

Last Updated : Jul 16, 2024, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details