কলকাতা, 26 মে: শনিবার সন্ধেয় বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ আগামী ছ'ঘণ্টায় অর্থাৎ, রবিবার দুপুরের মধ্যেই তা পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে ৷ রবিবার সকালের আপডেটে মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় 'রেমাল' এখন উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে বঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে ৷ এখন রেমালের অবস্থান কোথায়?
- এই মুহূর্তে সাগর থেকে 270 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি ৷ বাংলাদেশের খেপুপাড়া থেকে 300 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম, ক্যানিং থেকে 310 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্ব কিলোমিটার দূরে রয়েছে 'রেমাল' ৷ হাওয়া অফিস জানিয়েছে, দিঘা থেকে 390 কিমি দূরে এটির অবস্থান বর্তমান ৷ আগামী 6 ঘণ্টার মধ্যে তা প্রবল ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের মধ্য দিয়ে অতিক্রম করবে।
- শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' রবিবার মধ্যরাতে (11টা থেকে 1টার মধ্যে) সাগরদ্বীপ এবং ওপার বাংলার খেপুপাড়ার মাঝামাঝি জায়গায় আছড়ে পড়বে ৷ ল্যান্ডফল বা আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ে গতিবেগ হবে 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘণ্টায়, জানিয়েছে হাওয়া অফিস ৷ দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ঘণ্টায় 135 কিলোমিটারেও পৌঁছতে পারে।
আরও পড়ুন:ঘূর্ণিঝড় 'রেমাল' নিয়ে সতর্ক রেল, শিয়ালদা দক্ষিণ ও বারাসত-হাসনাবাদ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন