পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেমালের প্রভাবে দিঘায় উত্তাল সমুদ্র, বাড়ল নজরদারি - Cyclone Remal update

Cyclone Remal Alert: রবিবার রাতেই প্রবল শক্তি নিয়ে আছড়ে পরবে ঘূর্ণিঝড় রেমাল ৷ সমুদ্র উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই সতর্কতামূলক নানা ব্যবস্থা নিয়েছে প্রশাসন ৷ দিঘাতেও পর্যটক সরানোর কাজ শুরু হয়েছে ৷ চলছে মাইকিং ৷ সমুদ্রের অবস্থা ক্রমশ ভয়ঙ্কর হতে শুরু করেছে ৷

Cyclone Remal Alert
দিঘায় উত্তাল সমুদ্র (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 5:08 PM IST

দিঘা, 26 মে: সময় যত এগোচ্ছে ততই স্থলভাগের দিকে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ৷ প্রশাসনের তৎপরতায় শুরু হয়েছে প্রচার। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোয় চলছে মাইকের সাহায্য়ে প্রচার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু হয়েছে। শনিবার মধ্যরাত থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। এরপর রবিরাব বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাল হয়েছে সমুদ্র। চূড়ান্ত তৎপরতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সকাল থেকে দিঘা-সহ মন্দারমণি, তাজপুর, শংকরপুর, হলদিয়া- সহ উপকূলবর্তী এলাকায় চলছে মাইকের সাহায্যে প্রচার।

বছরের প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি। এমনই আশঙ্কা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন । 25 মে শনিবার বিকেলের পর থেকে দিঘা সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোয় মাইকে করে সতর্কবার্তা জারি করছে দিঘা থানা ও দিঘা কোস্টাল থানার পুলিশ। স্থানীয় মানুষ থেকে শুরু করে দোকানদার এবং দিঘায় আসা পর্যটকদের জন্যও সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। ঘূর্ণিঝড় এখনও বঙ্গোপসাগরে অবস্থান করে শক্তি বাড়াচ্ছে।

দিঘায় চলছে মাইকিং (নিজস্ব প্রতিনিধি)

আরও পড়ুন:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ! চূড়ান্ত তৎপরতা পৌরনিগমে, ঘুরে দেখল ইটিভি ভারত

রবিবার মধ্যরাত থেকে রেমাল ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতিভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া ঘণ্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড়ও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে নবান্ন। দিঘায় সমুদ্রে রবিবার থেকেই কোন পর্যটককে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না ৷

আরও পড়ুন:প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী, ল্য়ান্ডফলের আগে সাগরের পরিস্থিতি ইটিভি ভারতের ক্যামেরায়

প্রশাসনের তরফে দিঘা সি-বিচ এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। দিঘার আকাশ সকাল থেকেই ছেয়ে গিয়েছে কালো মেঘে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। তার সঙ্গে দমকা বাতাস বইছে। অপরদিকে হলদিয়া বন্দরে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ খোলা হয়েছে কন্ট্রোল রুমও ৷

ABOUT THE AUTHOR

...view details