দিঘা, 26 মে: সময় যত এগোচ্ছে ততই স্থলভাগের দিকে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ৷ প্রশাসনের তৎপরতায় শুরু হয়েছে প্রচার। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোয় চলছে মাইকের সাহায্য়ে প্রচার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু হয়েছে। শনিবার মধ্যরাত থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। এরপর রবিরাব বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাল হয়েছে সমুদ্র। চূড়ান্ত তৎপরতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সকাল থেকে দিঘা-সহ মন্দারমণি, তাজপুর, শংকরপুর, হলদিয়া- সহ উপকূলবর্তী এলাকায় চলছে মাইকের সাহায্যে প্রচার।
বছরের প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি। এমনই আশঙ্কা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন । 25 মে শনিবার বিকেলের পর থেকে দিঘা সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোয় মাইকে করে সতর্কবার্তা জারি করছে দিঘা থানা ও দিঘা কোস্টাল থানার পুলিশ। স্থানীয় মানুষ থেকে শুরু করে দোকানদার এবং দিঘায় আসা পর্যটকদের জন্যও সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। ঘূর্ণিঝড় এখনও বঙ্গোপসাগরে অবস্থান করে শক্তি বাড়াচ্ছে।
আরও পড়ুন:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ! চূড়ান্ত তৎপরতা পৌরনিগমে, ঘুরে দেখল ইটিভি ভারত