কলকাতা, 15 নভেম্বর: আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণ কাণ্ডে পথে নামার পরিকল্পনা নিয়েছে সিপিএম । চলতি মাসের শেষে সিবিআই কার্যালয় সিজিও কমপ্লেক্সে অভিযানের ডাক দেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার মুজাফফর আহমেদ ভবনে সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে ৷
রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজ্য কমিটির সদস্যরা এদিনের সভাতে নিজেদের মতামত প্রকাশ করেছেন । সূত্রের দাবি, আরজি করের ঘটনার দ্রুত ও সঠিক তদন্ত চেয়ে চলতি মাসের শেষ সপ্তাহে সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআই দফতর অভিযান করা হবে । পাশাপাশি নারী নির্যাতন প্রসঙ্গ উঠতেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের প্রসঙ্গটিও উঠে আসে এদিনের বৈঠকে ।
সিপিএম রাজ্য কমিটির বৈঠক (নিজস্ব চিত্র) সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এ বিষয়ে মতামত রাখেন । কেন তন্ময়কে সাসপেন্ড করা হয়েছে ? তার ব্যাখ্যাও দেন তিনি । সূত্রের দাবি, সভা শুরুতে বক্তব্য পেশের সময় সিপিএম রাজ্য সম্পাদক সেলিম জানান, কর্মক্ষেত্রে অর্থাৎ একজন মহিলা সাংবাদিক কাজে গিয়ে তন্ময়ের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন । এ বিষয়ে দল পদক্ষেপ না-করলে জনমানসে প্রশ্ন উঠত । তাই তড়িঘড়ি সাসপেন্ড করে পদক্ষেপ করার জন্য বিষয়টি ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে পাঠানো হয়েছে ।
রাজ্য কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলন (নিজস্ব চিত্র) রাজ্য সম্মেলন নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয় । আগামী বছর 22 থেকে 25 ফেব্রুয়ারি দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে । তার আগে ধাপে ধাপ জেলা সম্মেলন গুলো শেষ করা হবে । ডিসেম্বর থেকে শুরু হবে জেলা সম্মেলন । প্রথমে হবে দক্ষিণ 24 পরগনা ও হুগলিতে । ফেব্রুয়ারিতে হবে উত্তর 24 পরগনা ও মেদিনীপুরে । আগামী বছর জানুয়ারিতে সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক আয়োজন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে ।