পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সীমান্তে পাচারের অভিযোগে ধৃত সিপিএম নেতা, বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকা - CPIM LEADER ARREST - CPIM LEADER ARREST

CPIM Leader Arrest on Smuggling: টাকা পাচারের অভিযোগে গ্রেফতার বসিরহাটের সিপিএম নেতা ৷ ধৃতের কাছ থেকে মিলেছে 3 লক্ষ 60 হাজার বাংলাদেশি টাকা ৷

CPIM Leader Arrests
সীমান্তে টাকা পাচারের অভিযোগে ধৃত সিপিএম নেতা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 8:53 PM IST

সিপিএম নেতার গ্রেফতারিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

বসিরহাট, 19 মে: ভোটের মুখে আবারও টাকা উদ্ধার ভারত-বাংলাদেশ সীমান্তে । এই ঘটনায় রবিবার শহিদুল ইসলাম নামে স্থানীয় এক সিপিএম নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ৷ পরে স্বরূপনগর থানার পুলিশ টাকা পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করে ওই সিপিএম নেতাকে । ধৃতের কাছ থেকে তিন লক্ষ 60 হাজার বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত হয়েছে বলে খবর ৷ সূত্রের খবর, ভারত থেকে বাংলাদেশে ওই টাকা পাচার করার চেষ্টা করছিল শহিদুল । তখন তাঁর চালচলন এবং হাবভাব দেখে সন্দেহ হয় বিএসএফের 112 নম্বর ব‍্যাটেলিয়নের জওয়ানদের‌ । এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বিষয়টি জানা যায় ৷

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে প্রাপ্ত টাকা পরে তুলে দেওয়া হয় তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে । ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে তার বাড়ি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী এলাকায় ৷ তিনি সিপিএম নেতা হিসেবেই এলাকায় পরিচিত । স্বভাবতই ভোটের আগে নগদ টাকা সমেত সিপিএম নেতা গ্রেফতার হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের বিথারী সীমান্তের কাছেই ইতঃস্ততভাবে ঘোরাফেরা করছিলেন শহিদুল । গায়ে চাদর জড়ানো ছিল । তীব্র এই গরমে গায়ে চাদর দেখে সন্দেহ হয় কর্তব্যরত জওয়ানদের ৷ তাঁকে ডেকে প্রশ্ন করলেও উত্তর মিলছিল না সঠিকভাবে ৷ এরপরই সন্দেহ গাঢ় হতেই তল্লাশি চালানো হয় ৷ তখনই পাচারের বিষয়টি স্পষ্ট হয় ৷

এদিকে, টাকা পাচারকাণ্ডে দলীয় নেতা গ্রেফতার হওয়ায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে সিপিএম ৷ যদিও বিষয়টি জানা নেই বলে দায় এড়িয়েছেন বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সরদার । অন‍্যদিকে, এই ঘটনায় সিপিএমকে কটাক্ষ করে দোষী ব‍্যক্তির কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা দুলালচন্দ্র ভট্টাচার্য । প্রসঙ্গত, এর আগেও বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়ায় গাড়ি থেকে প্রায় 15 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল নির্বাচন কমিশনের লোকজন । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের টাকা উদ্ধার ৷

আরও পড়ুন :

  1. তৃতীয় দফার ভোট চলাকালীন হাড়োয়ায় গাড়ি থেকে উদ্ধার 15 লক্ষ টাকা! আটক চালক
  2. নির্বাচনের আগে লক্ষ লক্ষ টাকা উদ্ধার কলকাতায়, গ্রেফতার 2

ABOUT THE AUTHOR

...view details