পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

‘রামরাজ্য’ প্রসঙ্গে রাজ্যপাল ও তৃণমূলকে একযোগে আক্রমণ সেলিমের - মহম্মদ সেলিম

CPIM Leader Md Salim: শুক্রবার ছিল সাধারণতন্ত্র দিবস ৷ সেই উপলক্ষ্যে কলকাতার হাজরা মোড়ে বামফ্রন্ট এক সভা করে ৷ সেই সভায় হাজির ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ সভার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ‘রামরাজ্য’ প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন ৷

CPIM Leader Md Salim
CPIM Leader Md Salim

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 8:31 PM IST

‘রামরাজ্য’ প্রসঙ্গে রাজ্যপাল ও তৃণমূলকে একযোগে আক্রমণ সেলিমের

কলকাতা, 26 জানুয়ারি: রামরাজ্য প্রসঙ্গে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তাঁর বক্তব্য, ‘‘এর জন্যই রাজ্যপালের পদ তুলে দিতে বলেছিলাম ।’’ এই নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘‘তৃণমূল বলতে পারবে রাজ্যপাল পদ তুলে দেওয়া হোক ?’’

উল্লেখ্য, শুক্রবার এক অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস রামরাজ্য প্রতিষ্ঠার কথা বলেছেন বলে অভিযোগ ওঠে ৷ এই প্রসঙ্গেই প্রতিক্রিয়া চাওয়া হল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে ৷ উত্তরে তিনি বলেন, ‘‘সারা দেশকে একদিকে ধাবিত করবার চেষ্টা করা হচ্ছে । রাজ্যপাল হল কেন্দ্রীয় সরকারের একজন এজেন্ট । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়োগ করে, তার দায়বদ্ধতা কার কাছে থাকা উচিত ? সংবিধান অনুসারে সংবিধানের প্রতি ৷ কিন্তু তাঁর দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকার, নাগপুর, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতি ।’’

এর পর তিনি রাজ্যপাল পদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন ৷ সেলিম বলেন, ‘‘এর জন্যই রাজ্যপালের পদ তুলে দিতে বলেছিলাম ।’’ এই ইস্যুতে সরাসরি তিনি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন ৷ সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘‘তৃণমূল বলতে পারবে রাজ্যপাল পদ তুলে দেওয়া হোক ?’’

নিজের বক্তব্যের মাধ্যমে সেলিম বোঝানোর চেষ্টা করেন যে তৃণমূল কংগ্রেস ও ওই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রাজ্যপালকে প্রয়োজন রয়েছে ৷ সেলিম বলেন, ‘‘যতদিন বামফ্রন্ট সরকার ছিল, ততদিন রাজ্যপালের পিছনে ছুটতেন । এখনও দেখবেন পায়ে আঘাত লেগেছে লোকে হাসপাতালে যায়, উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) রাজ্যপালের কাছে গিয়েছেন । কে বাঁচাবেন তাঁকে ? ডাক্তার নয়, রাজ্যপাল ৷ বোঝা যাচ্ছে ।’’

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্য়ে শুক্রবার কলকাতার হাজরা মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে ৷ সেই অনুষ্ঠান পরিচালনা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । উপস্থিত ছিলেন সিপিএমের সূর্যকান্ত মিশ্র মিশ্র, ছিলেন আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের নেতা জীবন সাহা, সিপিআই নেতা কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়-সহ অনেকে । ওই অনুষ্ঠানের মঞ্চ থেকেও বিভিন্ন ইস্যুতে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ করেন মহম্মদ সেলিম ৷

আরও পড়ুন:

  1. বাবরি ধ্বংসের পর জ্যোতি বসুর সরকারকে সহযোগিতার বার্তা দেওয়া নিয়ে মমতার দাবি খারিজ সেলিমের
  2. '5 রাজ্যে তো কেউ 'ইন্ডিয়া' থেকে ভোটে দাঁড়াল না, এটা কোনও নির্বাচনী জোটই নয়;' কটাক্ষ সেলিমের
  3. 'গুজরাতে কী হয়েছিল', শাহকে নিশানা করে 'বামেরা সন্ত্রাসবাদী'র জবাব সেলিমের

ABOUT THE AUTHOR

...view details