ঝাড়গ্রাম, 4 জুন: জঙ্গলমহলের রায় কোন দিকে ? জঙ্গলমহলের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি ? নাকি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দখল নেবে তৃণমূল কংগ্রেস ? বাম আমলে একদা লালদুর্গ হিসেবে পরিচিত জঙ্গলমহল পুনরুদ্ধার করতে পারবে বামেরা ? নাকি জাতিসত্ত্বার দাবিকে সামনে রেখে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দখল নিতে চলেছে কুড়মিরা ? জঙ্গলমহলের রায় জানার জন্য কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ভোটগণনা ।
মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে অবস্থিত রানি ইন্দ্রা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজে ভোটগণনা শুরু হয় । নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভায় মোট 2018টি বুথ রয়েছে । একইসঙ্গে, সাতটি বিধানসভার বুথ ভিত্তিক গণনা শুরু হবে । নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ও গড়বেতা বিধানসভার ক্ষেত্রে 14টি টেবিলে যথাক্রমে 19, 21, 19, 19 রাউন্ড গণনা হবে । বিনপুর বিধানসভার ক্ষেত্রে 18টি টেবিলে 16 রাউন্ড গণনা হবে । বান্দোয়ান বিধানসভার ক্ষেত্রে 18টি টেবিলে 20 রাউন্ড গণনা হবে । শালবনী বিধানসভার ক্ষেত্রে 18টি টেবিলে 18 রাউন্ড গণনা হবে । সবমিলিয়ে সাতটি কাউন্টিং হলে 110টি টেবিলে মোট 132 রাউন্ড গণনা হবে বলে জানা গিয়েছে ।