কলকাতা, 7 জুন: 2024 লোকসভা নির্বাচনে কলকাতা পৌরনিগমের একাধিক ওয়ার্ডে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তাপস রায় লিড পেয়েছেন ৷ তবে, অধিকাংশ ওয়ার্ডেই জয়ী হয়েছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তেমনই একটি কলকাতা পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ড ৷ কিন্তু, তৃণমূল প্রার্থীকে লিড পাইয়ে দিয়েও খুশি নন কাউন্সিলর বিজয় উপাধ্যায় ৷ কারণ, সেই লিডটা মাত্র 207 ভোটের ৷ তাই অনুশোচনা থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ তাঁর ৷ সেই ইচ্ছার কথা জানিয়ে এবার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিলেন বিজয় ৷
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায়ের দ্বৈরথ ছিল আলোচনার কেন্দ্রে ৷ একজন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হয়েছিলেন ৷ আরেকজন কলকাতা উত্তর থেকে তৃণমূলের টিকিটে 2009 সাল থেকে সাংসদ ৷ এই দুই নেতার দ্বৈরথে কলকাতা উত্তর ছিল রাজ্যের অন্যতম হট-সিট ৷ শেষ হাসি হেসেছেন সুদীপ ৷ এই জয়ের ফলে টানা চারবার সাংসদ হলেন তিনি ৷ আগে জিতেছেন আরও দু'বার। কিন্তু, 20 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থীকে আশানুরূপ লিড দিতে পারেননি কাউন্সিলর বিজয় উপাধ্যায় ৷ মাত্র 207 ভোটে সেখান থেকে লিড পেয়েছেন সুদীপ ৷