কলকাতা, 29 অগস্ট:আরজি কর হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপকে হাতিয়ার করে হাসপাতালের ঘাড়েই দায় ঠেলে দিল কলকাতা পুলিশ ৷ তাদের দাবি, ওই তিনটি অডিয়ো ক্লিপেই প্রমাণিত যে, পুলিশের তরফে আগে মৃতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়নি ৷ আত্মহত্যার কথাও বলা হয়নি ৷
লালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন, আরজিকর-কাণ্ডে যে অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে, তা থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে, 9 অগস্ট মৃতার পরিবারের সঙ্গে প্রথম যোগাযোগ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তার আগে পুলিশের তরফে তাদের সঙ্গে কোনও রকম ভাবে যোগাযোগ করা হয়নি । চিকিৎসক ছাত্রী আত্মহত্যা করেছেন, নাকি তাঁর সঙ্গে অন্য কোনও ঘটনা ঘটেছে, সে বিষয়ে পুলিশের তরফ থেকে মৃতার পরিবারকে কোনও তথ্য দেওয়া হয়নি ৷ ডিসি সেন্ট্রাল আরও বলেন, অডিয়ো ক্লিপ থেকে এটিও স্পষ্ট যে, হাসপাতালের তরফ থেকেই মৃতার পরিবারের সঙ্গে যোগাযোগ করে একাধিকবার বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয় ।