বারাসত, 3 মার্চ: 'এখন যাঁরা সিপিএম করেন, তাঁদের চিনে চলে যাওয়া উচিত', নিদান দিলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ৷ এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্যে সংবাদ শিরোনামে উঠে এসেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে বারাসতে তাঁকে প্রার্থী করায় দলের মধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে ৷ এই অবস্থায় সিপিএম নিয়ে মুখ খুলে বিতর্ক তৈরি করলেন বিজেপি প্রার্থী । স্বপনের এই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে ঠিক করেছে সিপিএম ৷ এমনকী এ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও ভাবনা চিন্তা চলছে বলে খবর পার্টি সূত্রে ৷
সূত্রে জানা গিয়েছে, প্রচারের ফাঁকে বারাসত কেন্দ্রের এই পদ্ম প্রার্থীকে প্রশ্ন করা হয়, সিপিএম পার্টিকে কী বার্তা দেবেন আপনি ? এর উত্তরে স্বপন মজুমদার বলেন, "আমার মনে হয় এখন যাঁরা সিপিএম করেন, তাঁদের চিনে চলে যাওয়া উচিত ৷ বাংলায় অথবা এই দেশে সিপিএম পার্টির লোকজনের কোনও স্থান নেই ৷ যাঁরা 'লাল সেলাম' বলে, এদিকে 'ভারত মাতা কী জয়' বলতে পারে না । তাঁদের এই দেশে থাকার অধিকার আছে কি না, তা আগামিদিনে মানুষই বুঝিয়ে দেবে ৷ এর আগেও বুঝিয়ে দিয়েছে ৷"
এই বিষয়ে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ আলি খান বলেন, "যবে থেকে স্বপন মজুমদারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে, তবে থেকেই তাঁর বিরুদ্ধে বিজেপির অন্দরেই অসন্তোষ তৈরি হয়েছে ৷ বিজেপির দু'জন নেতা ইতিমধ্যে নির্বাচন কমিশনে প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ৷ তিনি নাকি বিধানসভা নির্বাচনের হলফনামায় অসত্য তথ্য দিয়েছিলেন ৷ এমনকী, মাদক পাচারকাণ্ডে জেলখাটা আসামি ৷ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতাতেও স্বপন মজুমদার আসল তথ্য গোপন করে কমিশনের নিয়ম ভঙ্গ করেছেন ৷ ওই দলের ভিতর থেকেই এই আওয়াজ উঠেছে প্রার্থীর বিরুদ্ধে ৷"
তিনি আরও বলেন, "আমাদের চিনে পাঠাতে হবে না ৷ উনি মূর্খ ৷ পৃথিবীতে দু'শোটিরও বেশি দেশেলাল ঝান্ডা আছে ৷ পৃথিবীর 56টা দেশে বামপন্থী সরকার চলছে ৷ দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে বিজেপি অনেক চেষ্টা করেছিল, মেরেধরে তাড়িয়ে দেবে ৷ কিন্তু, সেখানে বামপন্থীরাই জিতেছে ৷ আমাদের চিনে পাঠাতে হবে না ৷"
আরও পড়ুন:
- স্বপন মজুমদারকে নিয়ে বিড়ম্বনায় বিজেপি, এবার মুখ খুললেন গতবারের প্রার্থীওঘরেও চাপে স্বপন,
- বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ দলেরই 2 কর্মীর
- বিজেপি প্রার্থী 'ড্রাগ ডিলার' ! তৃণমূলের অভিযোগ ঘিরে সরগরম বারাসত, পালটা জবাব স্বপনের