পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'সরকারই সেফ নেই, আবার ড্রাইভ কিসের'; আইন ভেঙে হুঙ্কার হেলমেটহীন দিলীপের - DILIP GHOSH

বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে পিছনে বসিয়ে বাইক নিয়ে দুর্গাপুরের একাংশে ঘোরেন দিলীপ ঘোষ ৷ এ দিন ট্যাব কেলেঙ্কারি নিয়ে তৃণমূলকে নিশানা করেন তিনি ৷

Dilip Ghosh
দুর্গাপুরে বাইক চালালেন দিলীপ ঘোষ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2024, 1:00 PM IST

দুর্গাপুর, 16 নভেম্বর: বরাবরই তিনি ছক ভাঙেন ৷ তবে এবার আইন ভেঙে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ শনিবার হেলমেট ছাড়াই বাইক চালিয়ে দাপিয়ে বেরোলেন দুর্গাপুরে ৷ যা নিয়ে সরব হয়েছে তৃণমূল ৷

যাত্রী নিরাপত্তার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে 'সেফ ড্রাইভ, সেভ লাইভে'র প্রচার চালিয়ে আসছে ৷ সেই উদ্যোগকে কার্যত তোয়াক্কাই করলেন না 'রবিন হুড' দিলীপ ঘোষ ৷ বরং উলটে রাজ্য সরকারের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি ৷ বিজেপি নেতা বলেন, "সরকারই সেফ নেই তো ড্রাইভ আবার কিসের ।"

আইন ভেঙে হুঙ্কার হেলমেটহীন দিলীপের (ইটিভি ভারত)

দিলীপ ঘোষের কথায়, "চিরদিন বাইক চালিয়ে, স্কুটার চালিয়ে সংগঠন করেছি । একসময় সংগঠনকে মজবুত করতে সাইকেল নিয়ে গ্রামে-গঞ্জে ঘুরেছি । এখন দল গাড়ি দিয়েছে ৷ সরকার নিরাপত্তারক্ষী দিয়েছে । অনেকদিন বাইক চালাইনি ৷ তাই আজ বাইক চালিয়ে কর্মীদের সঙ্গে চা খেতে এলাম ।"

শনিবার দুর্গাপুরের রাজীব গান্ধি স্মারক ময়দানে (চিত্রালয়ের মাঠ) প্রাতঃভ্রমণ সারেন দিলীপ ঘোষ ৷ এরপর দুর্গাপুর পশ্চিমের দলীয় বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে পিছনে বসিয়ে তাঁর বাইক নিয়ে দুর্গাপুরের একাংশে ঘোরেন তিনি । মোবাইলে মিসড কল দিয়ে বিজেপির নতুন সদস্য পদ নেওয়ার আর্জি জানালেন সাধারণ মানুষের কাছে ।

তৃণমূলের নেতা-কর্মীদের উপর আক্রমণ নিয়ে সরকারের সমালোচনায় সরব হলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "পুলিশ তোলাবাজি করছে ৷ সেই তোলার টাকা পৌঁছে দিচ্ছে তৃণমূল নেতাদের ঘরে ৷ আর যার জন্যই ওদের নেতাদের টার্গেট করেছে এবার দুষ্কৃতীরা । ওই তৃণমূল নেতাদের পরিবার এখন পুলিশি তদন্তের ওপর আস্থা হারিয়ে কেন্দ্রীয় এজেন্সি চাইছে তদন্তের জন্য ।"

বাইক নিয়ে দাপিয়ে বেরালেন দুর্গাপুর (নিজস্ব ছবি)

ট্যাব কেলেঙ্কারির জন্য তৃণমূলকেই দায়ী করেন এই বিজেপি নেতা ৷ তাঁর কথায়, "আয়লা থেকে আবাস, ট্যাব তৃণমূল নেতাদের পকেটেই ঢুকেছে সব টাকা । আর টিভির পর্দায় থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাটক শুরু করেছেন । সিট গঠন করে অথবা অতি সক্রিয় হয়ে তদন্তের কথা বলেন তিনি ।"

লটারি কেলেঙ্কারি নিয়েও এ দিন শাসকদলকে আক্রমণ শানান দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "এই টাকাও তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে ৷ যে দলই এই টাকা নিক কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে আইন মোতাবেক শাস্তি দিক ।"

চেনা ছন্দে বিজেপি নেতা (নিজস্ব ছবি)

অন্যদিকে দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র কটাক্ষ করেন তৃণমূলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "আইন কীভাবে ভাঙতে হয়, তা শেখায় বিজেপির মতো দল । তাই ওদের মানুষ ভালো চোখে দেখে না । দিলীপবাবুও গো হারা হেরে দুর্গাপুর ছেড়েছিল । তারপরেও মাঝে মাঝে এসে উলটোপালটা কথা বলেন, আর আইন ভাঙেন । এই কালচারের জন্য 2026-এ বাংলার মানুষ ওদের বিদায় করে দেবে ।"

ABOUT THE AUTHOR

...view details