পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় কংগ্রেস কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন ! অভিযুক্ত তৃণমূল - Post Poll Violence - POST POLL VIOLENCE

Congress Worker Killed in Malda: ভোট পরবর্তী হিংসার বলি মালদায় ৷ তৃণমূলের রোশের মুখে কংগ্রেস কর্মী ৷ আম বাগানে তুলে নিয়ে গিয়ে তাঁকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ৷ ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন মালদা দক্ষিণের নবনির্বাচিত কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরি ৷

Post Poll Violence
কংগ্রেস কর্মীকে হাঁসুয়ার কোপ মেরে খুন (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 12:50 PM IST

মালদা, 9 জুন: এবার ভোট পরবর্তী হিংসায় খুনের অভিযোগ মালদায় ৷ এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে, হাঁসুয়ার কোপ মেরে খুনের অভিযোগ শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ দোষীদের গ্রেফতারের পাশাপাশি থানার আইসিকে সরানোর দাবি তুলেছে কংগ্রেস নেতৃত্ব ৷ মৃত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ ৷ বাড়ি মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জোসারতটোলা এলাকায় ৷ আকমাল এলাকায় সক্রিয় কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত ৷

কংগ্রেস কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন মালদায় (ইটিভি ভারত)

গতকাল রাতে আকমাল বাড়ি ফিরছিলেন ৷ অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে রাস্তা থেকে একটি আম বাগানে তুলে নিয়ে যায় ৷ সেখানে তাঁকে বেধড়ক মারধরের পাশাপাশি হাঁসুয়া দিয়ে দুই পায়ে একাধিক কোপ মারা হয় বলে অভিযোগ ৷ খবর পেয়ে রাতেই আকমালকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসা হয় ৷ চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় আকমাল শেখের ৷ এলাকার উত্তেজনা রুখতে রাতেই মানিকচক থানার পুলিশবাহিনী এলাকায় টহলদারি শুরু করে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে ৷

রাতেই এ নিয়ে পুলিশ সুপারকে অভিযোগ জানিয়েছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরি ৷ ইশা বলেন, "আমাদের কর্মী আকমাল শেখ গতকাল রাতে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় ওঁনাকে আম বাজারে তুলে নিয়ে গিয়ে হাঁসুয়া দিয়ে কোপ মেরে খুন করা হয় ৷ আমাদের কাছে খবর এসেছে, শাসকদলের অঞ্চল সভাপতির নেতৃত্বে শাসকদলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে ৷ আমার দাবি, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ৷ তবে শুধু দোষীদের গ্রেফতার করলে হবে না ৷ এই ঘটনার মূল মাথা শাসকদলের অঞ্চল সভাপতিকেও গ্রেফতার করতে হবে ৷ ওঁনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ মানিকচক থানার আইসি আইনশৃঙ্খলা বজায় রাখতে পারছেন না ৷ পঞ্চায়েত নির্বাচনেও এ ধরণের ঘটনা ঘটেছে ৷ আমরা ওঁনাকে সরানোর দাবিও জানাচ্ছি ৷"

সিপিআইএমের জেলা কমিটির সদস্য দেবজ্যোতি সিনহা বলেন, "আমরা বাম-কংগ্রেস নেতৃত্বরা ভোটের আগেই আইসি সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম ৷ গোপালপুরে ভোট পরবর্তী হিংসা নিয়ে আমরা সতর্ক করেছিলাম ৷ গতকাল রাতে যখন ওই যুবককে তুলে নিয়ে যাওয়া হল, সেই সময় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে পুলিশের তিনটি গাড়ি টহল দিচ্ছিল ৷ গত এক বছরে এই এলাকায় প্রায় সাত-আটজন খুন হয়েছেন ৷ যে যুবক খুন হয়েছেন তিনি কংগ্রেস সমর্থক ছিলেন ৷ তবে কি তৃণমূল ছাড়া অন্য কোনও দল করা যাবে না? পঞ্চায়েতের বোর্ড গঠনের দিনও ওই এলাকায় খুন হয়েছে ৷ এই খুনের রাজনীতি সরাসরি প্রশাসনের প্রত্যক্ষ মদতে চলছে ৷ পুলিশ যদি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় না রাখতে পারে, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারে, তবে আমরা থানা ঘেরাও করব ৷"

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনেও মানিকচকের গোপালপুর এলাকায় কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল ৷ এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগও উঠেছিল ৷ গত লোকসভা নির্বাচনে মানিকচক এলাকায় তেমন কোনও বড় ঘটনা না ঘটলেও গতকাল রাতের ঘটনায় ফের উত্তেজনা তৈরি হয়েছে গোপালপুর এলাকায় ৷

ABOUT THE AUTHOR

...view details